অমিত শাহ-র পুত্র জয় শাহ এখন সংবাদের শিরোনামে। নিজের ব্যবসায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে লাভের অঙ্ক যে মোটা করেছেন তা তথ্যের পরিসংখ্যানই বলে দিচ্ছে। দ্য ওয়ার ওয়েবসাইট-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০০৪ সালে অমিত শাহ-র পুত্র জয় শাহ টেম্পল এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি খোলে। ২০১৩-১৪ অবধি এই কোম্পানির টার্নওভার ছিল ৬ হাজার টাকা। ২০১৪ সালে জয়ের বিয়েতে আসেন নরেন্দ্র মোদী-সহ হেভিওয়েট নেতারা। তারপর থেকেই চড়চড় করে বাড়তে থাকে জয়ের ব্যবসায়ের লাভের অঙ্ক। তিন বছর ১৬ হাজার গুণ ব্যবসা বেড়ে এটি হয় ৮০ কোটি টাকা।
দ্য ওয়ার-এ প্রকাশিত তথ্যকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে বিজেপি-বিরোধী সব রাজনৈতিক দল। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী বলেন, নোট বাতিলের ফলে লাভবান গরিব বা সাধারণ মানুষ হননি। লাভবান হয়েছেন সাহেব শাহ। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, সভাপতির পুত্রের এ হেন দুনীর্তিতে কি সিবিআই তদন্ত করা হবে? টিকাটিপন্নি করে তাঁরা বলেছেন, এ তো একেবারে জয় হো। বিজেপির তরফ থেকে অবশ্য এর জবাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন। সিপিআইএমের তরফে সীতারাম ইয়েচুরি বলেছেন, বিজেপির অন্যদের ভ্রষ্টাচারের কথা বলে, এখন তাদের ভ্রষ্টাচারের বিচার কে করবে? তৃণমূল কংগ্রেসের তরফে সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেছেন, অমিত শাহ-র পুত্রের দুর্নীতির তদন্তে সিবিআই, ইডি নিয়োগ হচ্ছে না কেন?
সারা দেশের রাজনীতি আজ তোলপাড় দ্য ওয়ার-এ প্রকাশিত এই প্রতিবেদনকে ঘিরে।
Be the first to comment