অমিত শাহ সফরের আগেই বিশ্বভারতী চত্বরে ব্যানার লাগানো নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে শান্তিনিকেতনে। রাজনীতিকরণের অভিযোগ উঠেছে। এর পরেই শনিবার বিশ্বভারতী জানিয়ে দিয়েছে, অমিত শাহের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তি আসতে পারবেন না বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে। কোনও সাংসদ, বিধায়কও নয়। তবে প্রবেশের অনুমতি পাবেন রাজ্যসভায় বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্ত। কারণ, তিনি বিশ্বভারতীর কোর্ট মেম্বার।
মেদিনীপুরের কলেজে মাঠের সমাবেশে গতকালই অমিত শাহ শুভেন্দুর হাতে বিজেপির পতাকা তুলে দিয়েছেন। কিন্তু বিশ্বভারতীর নিয়ম মেনেই তাই বোলপুর রোড শো তে থাকবেননা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, শুভেন্দুও তাই থাকবেননা। কিন্তু তারপরই আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানাতে অন্ডাল বিমানবন্দরে দেখা যাবে তাঁকে।
Be the first to comment