বুধবার ফের রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ

Spread the love

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তবে ‘মিশন বাংলা’ সফল করতে বুধবার ফের রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, আজ রাত ১১ টায় দমদম বিমানবন্দরে নামবে স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান। আগামিকাল গোটা দিন একের পর এক কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকবেন তিনি।

আজকের রাতটা নিউটাউনের এক পাঁচতারা হোটেলে কাটিয়ে কাল সকালে প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রীর তল্লাটে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। কালীঘাটের অদূরেই রাসবিহারীতে ভারত সেবাশ্রম সংঘের দফতরে উপস্থিত হবেন তিনি। সেখান থেকে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে যাবেন শাহ। দুপুর ১২ টা ৫০ মিনিটে শেষ পরিবর্তন যাত্রার সূচনা করবেন নামখানা থেকে। তাৎপর্যপূর্ণভাবে, এ বারের সফরের সূচনাই তিনি করবেন এমন দুই জায়গায় হাজির হয়ে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের প্রভাব প্রশ্নাতীত। তৃণমূলের সেই শক্ত ঘাঁটিতে আঘাত হেনেই সফর শুরু করবেন শাহ।

রথযাত্রার উদ্বোধনের পর শাহের নজর ঘুরবে উদ্বাস্তু পরিবারের দিকে। নামখানার জনসভা শেষে স্থানীয় নারায়ণপুরে এক উদ্বাস্তু তপশিলি পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন শাহ। পরিবারকর্তার নাম সুব্রত বিশ্বাস। তিনি মাছের ব্যবসা করেন। তাঁর স্ত্রী অর্চনা বিশ্বাস পরিচারিকার করেন।

মধ্যাহ্নভোজন সেরে স্বরাষ্ট্রমন্ত্রী রোড শো-তে অংশ নেবেন। শ্মশান কালী মন্দির থেকে কাকদ্বীপ পর্যন্ত প্রায় এক ঘণ্টার রোড শো করবেন তিনি। সন্ধে নামার আগে কপ্টার যোগে কলকাতায় ফিরে বিকেল ৫ টা নাগাদ যাবেন অরবিন্দ ভবনে। সূত্রের খবর, রাতে তিনি বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকেও বসতে পারেন। তবে এখনও সেই নিয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*