ফের বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাঁর নেতৃত্বেই আজ রাতে হতে চলেছে বিজেপির কোর কমিটির বৈঠক। এই বৈঠকে ২৯৪টি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রচারের রণকৌশল বাতলে দেবেন শাহ।
এ দিনের বৈঠকে উপস্থিত থাকবেন কৈলাশ বিজয়বর্গীয়, শিবপ্রকাশ অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়রা। বিজেপি সূত্রে খবর, দল কী কী ইশ্যুতে রাজ্যে প্রচারে নামবে, তা এই বৈঠকে ঠিক করা হবে ৷ প্রতি কেন্দ্রের দুয়ারে দুয়ারে কেন্দ্রীয় প্রকল্পের কথা তুলে ধরার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে ধরার রণনীতি নিরূপণ করে দেবেন অমিত শাহ৷
বিজেপি সূত্রে খবর, রাজ্যে কোন কোন কেন্দ্রীয় নেতৃত্ব প্রচারে আসবেন, তা নিয়েও বঙ্গ বিজেপির ইচ্ছের কথা শুনবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ যোগী আদিত্যনাথের মতো আর কোন স্টার ক্যাম্পেনারদের বা হেভিওয়েট নেতা-মন্ত্রীকে রাজ্যে এনে প্রচার চালানো যেতে পারে, তা নিয়ে কোর কমিটির বৈঠকে আলোচনা হওয়ার কথা ৷
এদিকে বিজেপি দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণার পর দলের মধ্য়ে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যাওয়া নেতাদের বিজেপি প্রার্থী করায় আদি বিজেপি নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ৷ সিঙ্গুরে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে ঘরে তালাবন্ধ করে রাখারও অভিযোগ উঠেছে। রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও লকেট চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতাদের নিয়ে বিজেপির মধ্যে শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। সে গুলি বন্ধ করতে দল কী কী কাজ করবে, সে বিষয়ে কড়া নির্দেশ দিতে পারেন অমিত শাহ। নীচু তলার কর্মীদের শান্ত করার উপায় বাতলে দিতে পারেন তিনি।
Be the first to comment