কলকাতা হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে শুক্রবার রাজ্যে আসছেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বৃহস্পতিবার, রথযাত্রা নিয়ে হাইকোর্টের রায়ের পরেই বিজেপির রাজ্য সভাপতিকে এ বিষযে প্রশ্ন করা হলে তিনি জানান, শুক্রবার কোচবিহারে রথযাত্রা হোক আর না হোক, সভা হবেই। এবং সেখানে অমিত শাহ উপস্থিত থাকবেন বলেও জানান দিলীপ ঘোষ। কিন্তু রাত পোহাতেই অন্য খবর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গে। শোনা যাচ্ছে, যেহেতু হাইকোর্টের নির্দেশে এখনও পর্যন্ত ৯ জানুয়ারির আগে কোনও রথযাত্রা করা যাবে না, সেই কারণে অমিত শাহর সফরও অনিশ্চিত। শুক্রবারই দুপুর ১টায নাগাদ দিল্লিতে সাংবাদিক বৈঠক করবেন বিজেপি সভাপতি। সূত্রের খবর, সফর বাতিল করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও। যদিও, এ বিষয়ে তাঁর কাছে কোনও খবর নেই বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। এদিন সকালে, কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দেন তিনি।
বিজেপির রথযাত্রা মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে নতুন জটিলতা। শুক্রবার বসছে না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার, রথযাত্রা নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় বিজেপি। এদিন ছিল শুনানির সম্ভাবনা। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়েক ডিভিশন বেঞ্চে মামলা গ্রহণ করা হয়েছে। এর ফলের আজ দুপুরেই মামলার শুনানি হবে। তবে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ শুনানি গ্রহণ না করলে অস্বস্তিতে পড়তে হত বিজেপিকে। কারণ আগামী দু’দিন কলকাতা হাইকোর্ট ছুটি থাকছে। এই পরিস্থিতিতে মামলা নিয়ে সরাসরি শীর্ষ আদালতে যেতে পারবে না বিজেপি৷ কারণ, ডিভিশন বেঞ্চের রায় না দেখে কোনও নির্দেশ দেবে না সুপ্রিম কোর্ট৷ সেক্ষেত্রেও ডিভিশন বেঞ্চের রায়ের উপরই পদ্ম শিবিরের পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে।
শুরু থেকেই একের পর এক বিতর্ক। কোচবিহারে বিজেপির রথযাত্রা নিয়ে গতকাল হাইকোর্টও হস্তক্ষেপ করতে রাজি হয় নি । লোকসভা নির্বাচনের আগে বাংলা জয়ে বিজেপির বড়সড় হাতিয়ার ছিল রথযাত্রা কিন্তু তা নিয়ে শুরু থেকেই বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস । আর শেষ পর্যন্ত কোচবিহারের সভায় না আসার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । একের পর সংশয়ের জেরে শেষ পর্যন্ত শাহের রাজ্য সফর বাতিল করার সম্ভাবনাও আছে বলে মনে করা হচ্ছে ।রাজ্য নেতৃত্বের উপর বিরক্তিও প্রকাশ করেছেন তিনি। এছাড়াও আসছেন না ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ।
আজ দুপুর ১ টায় নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ । রথযাত্রা নিয়ে বিতর্ক চলতে থাকলেও কোচবিহারে আজই সভা করতে পারে বিজেপি ও ঐক্যের বার্তা নিয়েই এই সভা করতে চায় বিজেপির নেতাবৃন্দ। তবে কেবলমাত্র বিজেপি বনাম বিরোধী দ্বন্দ্ব নয়, সভা নিয়ে মতভেদে রয়েছে গেরুয়া বাহিনীর অন্দরেও । এই সভা করতে বদ্ধপরিকপর বিজেপির একাংশ কিন্তু অন্য আরও এক পক্ষের মতে আইনির বিপক্ষে গিয়ে কিছু না করাই সমিচীন।
Be the first to comment