অমিত শাহকে আইনি চিঠি পাঠালো তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কাঁথির সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ তুলে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে আইনি চিঠি দিলেন মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা না চাইলে অমিত শাহের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার কাঁথিতে অমিত শাহের সভা ছিল। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রির প্রসঙ্গ তোলেন তিনি। অমিত শাহের মন্তব্যের তীব্র প্রতিবাদ করে চন্দ্রিমা লিখেছেন, অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি অমিত শাহ। অমিত শাহের এই অভিযোগ ভিত্তিহীন, অসত্য ও মনগড়া। চন্দ্রিমা আরও লেখেন, অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।
উল্লেখ্য, এদিন অমিত শাহের সভার পরই উত্তপ্ত হয়ে ওঠে কাঁথি। অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকরা এদিন কাঁথিতে প্রথমে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পরে ১২টা বাইক ভেঙেও দেয় তারা, ভেঙে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়িও। এরপরই প্রতিবাদে রাস্তা অবরোধ করেন তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।
Be the first to comment