কোনও অজুহাত নয়। লোকসভার ভোটে অর্ধেক আসন চাই। কলকাতায় এসে দলের রাজ্য নেতাদের এমনই টার্গেট বেঁধে দিলেন তিনি। দলের বৈঠকে অমিত জানতে চেয়েছেন, পঞ্চায়েত ভোটে যেখানে বিজেপি প্রার্থী দিতে পারেনি, মার খেয়েছে, কেন খেয়েছে। যেখানে জিতেছে কী করে জিতেছে, তাও জানতে চান। এব্যাপারে দলের সভাপতির কাছে রিপোর্ট চেয়েছেন তিনি। সেইসঙ্গেই বিজেপি সভাপতি জানিয়ে দেন, তৃণমূলের সঙ্গে সমঝোতার কোনও প্রশ্নই নেই।
দু-দিনের সফরে রাজ্যে এসেছেন অমিত শাহ। প্রথমে বিমানবন্দরের অতিথিশালায় তিনি ইলেকশন কমিটির সঙ্গে বৈঠকে বসেন। এখনও কেন রাজ্যের সর্বত্র বুথ কমিটি গঠন করা গেল না, তা জানতে চান বিজেপি সভাপতি। বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলীয় নেতাদের কাছ থেকে রিপোর্ট নেন তিনি। বিকেলে হাওড়ার শরত্ সদনে দলের সোশাল মিডিয়া সেলের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। সন্ধেয় বিড়লা সভাঘরে বুদ্ধিজীবীদের সঙ্গে দেখা করার কথা তাঁর। আর বৃহস্পতিবার তারাপীঠে পুজো দিয়ে পুরুলিয়া যাবেন তিনি। সেখানে সভা করবেন বিজেপি সভাপতি।
Be the first to comment