বাংলায় সংগঠন আরও মজবুত করতে বিশেষ বৈঠকের ডাক দিলেন অমিত শাহ

Spread the love

বাংলায় সংগঠনকে আরও মজবুত করতে দিল্লিতে বিশেষ বৈঠক ডাকলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ৩০ তারিখ দিল্লিতে এই বিশেষ বৈঠক হবে। সূত্রের খবর, রাজ্যের সাংগঠনিক রিপোর্ট নিতে এই বৈঠক ডেকেছেন অমিত শাহ। সেদিন দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বিজেপির সমস্ত সাধারণ সম্পাদকদের। জানা গিয়েছে, বিজেপির ৩৯টি সাংগঠনিক জেলা সভাপতিকেও ডেকে পাঠানো হয়েছে। সেইসঙ্গে উপস্থিত থাকবেন রাজ্য থেকে নির্বাচিত বিজেপির ১৮ জন সাংসদ। থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও বিজেপি নেতা মুকুল রায়।

উল্লেখ্য, ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিধানসভা ভোটকে পাখির চোখ করেই এই বৈঠক ডেকেছেন অমিত শাহ। সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই বৈঠক ডাকা হয়েছে। বিজেপি সূত্রে খবর, ২০২০ সালে কলকাতা পৌরনিগমের নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হবে। তৃণমূল সহ অন্যদল থেকে বিজেপিতে যারা যোগ দিচ্ছেন তাঁদের জন্যও বিশেষ নির্দেশিকা তৈরির বিষয়ে আলোচনা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*