জম্মু-কাশ্মীরে সন্ত্রাসদমনে সচেষ্ট কেন্দ্র। শুক্রবার লোকসভায় একথাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি কাশ্মীরে আরও ৬ মাস রাষ্ট্রপতি শাসন চলবে ও বছর শেষেই কাশ্মীরে ভোট হতে পারে বলে জানিয়েছেন শাহ।
অমিত শাহ আরও জানান, কেন্দ্র জম্মু-কাশ্মীরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নির্ধারিত সময়ের মধ্যেই সীমান্তে বাঙ্কার নির্মাণ সম্পূর্ণ হবে। জম্মু-কাশ্মীর রিজার্ভেশন অ্যাক্ট, ২০০৪ বিল প্রস্তাব করেছেন শাহ। এই বিলের আওতায় আন্তর্জাতিক সীমান্ত থেকে ১০ কি.মি. পর্যন্ত বসবাসকারীদের শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ সংরক্ষণের সুবিধা দেওয়া হবে।
এই বিল পাশ হলে রাজ্য সরকারী চাকরিতে আর্থিকভাবে দূর্বল যুবকদের বিশেষ সুবিধা দেওয়া হবে।
কী বললেন অমিত শাহ?
শুনুন!
Be the first to comment