কাশ্মীরের জন্য প্রাণ দিতেও পারি, মঙ্গলবার লোকসভায় এমনই মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রাজ্যসভার পর আজ লোকসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল (দ্বিতীয় সংশোধনী) ও জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেই সময়ই বিরোধীদের প্রশ্নের উত্তরে একথা বলেন অমিত শাহ ৷
আজ বিল পেশের পরই বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরি তীব্র ভাষায় আক্রমণ করেন কেন্দ্রকে ৷ তিনি জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা চান ৷ এরপরই বিরোধীরা একযোগে সরকারের তীব্র নিন্দা করে জানতে চায়, জম্মু ও কাশ্মীর বলতে সরকার কোন এলাকাকে বোঝাতে চাইছে ৷ কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরি বলেন, শাহ এতটা আক্রমণাত্মক হয়ে উঠছেন কেন? তখন তিনি বলেন, আমি আক্রমণাত্মক হব ৷ কাশ্মীরের জন্য আমরা মরতেও পারি ৷
তবে এদিন বিরোধীদের শোরগোলের সময়ই পাল্টা অমিত শাহ প্রশ্ন তোলেন, কোন নিয়ম লঙ্ঘন করা হয়েছে? শাহ বলেন, সংবিধানে জম্মু-কাশ্মীরকে দেশের অবিচ্ছেদ্য অঙ্গ বলে উল্লেখ করা হয়েছে। জম্মু-কাশ্মীরের সংবিধানেও একই কথার উল্লেখ রয়েছে। তাই জম্মু-কাশ্মীরে আইন প্রণয়নে কোনও বাধা নেই। জম্মু-কাশ্মীরের মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরও রয়েছে। আকসাই চিনও ভারতের অংশ।
শুনুন এদিন কী বললেন অমিত শাহ?
Be the first to comment