২৫ দিনের মধ্যেই ইন্টারনেট পরিষেবা চালু হবে কাশ্মীরেঃ অমিত শাহ

Spread the love

আগামী ২০-২৫ দিনের মধ্যে জম্মু ও কাশ্মীর থেকে যোগাযোগ সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হবে ৷ দিল্লিতে আসা জম্মু ও কাশ্মীরের প্রতিনিধিদলকে এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ ৷ তিনি বলেন, আগামী ২০-২৫ দিনের মধ্যেই উপত্যকায় ইন্টারনেট সহ যোগাযোগ পরিষেবার ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নেওয়া হবে ৷

মঙ্গলবার দিল্লিতে উপত্যকার বেশ কয়েকটি গ্রামের পঞ্চায়েত প্রধান ও নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন ৷ প্রতিনিধিদের আশ্বস্ত করে অমিত শাহ বলেন, উপত্যকায় কারও জমি কেড়ে নেওয়া হবে না ৷ গতবছর নির্বাচিত গ্রাম পঞ্চায়েত প্রধানরা সুরক্ষার দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন ৷ তাঁদের মধ্যে কয়েকজন পঞ্চায়েত প্রধান ও সদস্য এখনও দক্ষিণ কাশ্মীরের হোটেলে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন ৷ তাঁরা নিজেদের গ্রামে ফিরতে পারছেন না ৷ তাঁদের আশ্বস্ত করেন অমিত শাহ ৷ গতকাল জম্মু ও কাশ্মীর থেকে প্রতিনিধিদলকে আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্প , হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কেবলমাত্র সরকারি জমি ব্যবহৃত হবে ৷

স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিনিধদলকে আরও আশ্বাস দিয়ে বলেন, আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে ইন্টারনেট সহ যোগাযাগ পরিষেবা চালু করা হবে ৷ প্রতিনিধিদের কোনওরকম গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান তিনি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*