রাজ্য নেতৃত্বের অনুরোধ মেনেই পুজো উদ্বোধনে আসছেন অমিত শাহ

Spread the love

রাজ্যে পুজো উদ্বোধনে আসছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ রাজ্য নেতৃত্বের সেই আবেদন সাড়া দিলেন শাহ ৷ জানালেন সম্মতিও ৷ তার আগে মহালয়াতে রাজ্যে আসার কথা দলের কার্যকরী সভাপতি জে পি নাড্ডার ৷ বুধবার দিল্লিতে অমিত শাহের বাড়িতে বঙ্গ বিজেপির রাজ্য নেতারা বৈঠক করেন। উপস্থিত ছিলেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ, দিলীপ ঘোষ, মুকুল রায়, সুব্রত চট্টোপাধ্যায়, রাহুল সিনহা-সহ অনান্যরা। দিলীপ ঘোষ ও মুকুল রায় এর কাছ থেকে বাংলার বিষয়ে বিস্তারিত রিপোর্ট নেন শাহ। সেই বৈঠকেই রাজ্যে আসার বিষয়ে সম্মতি জানান সর্বভারতীয় সভাপতি ৷

লক্ষ্য বিধানসভা ভোট। আর সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয় গতকালের বৈঠকে। অমিত শাহের বাসভবনে বৈঠকের আগে কৈলাস বিজয়বর্গীয়র বাড়িতেও একটি বৈঠক হয়। সেই বৈঠকে মুকুল রায় একটি গোপন রিপোর্ট জমা দেন বলে দলীয় সূত্রে খবর। এবারের লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি ১২১টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল। এই ১২১ টি ছাড়াও আরও ৪৪ টি বিধানসভা আসনে খুব কম ভোটের ব্যবধানে হেরেছে বিজেপি। এই ৪৪ টি কম মার্জিনে হারা আসনকে পাখির চোখ করছে বঙ্গ বিজেপি।

রিপোর্টে বলা হয়েছে, এই ৪৪ টি বিধানসভা কেন্দ্রে মণ্ডল স্তর থেকে জেলা স্তর পর্যন্ত বিশেষ পর্যালোচনা করা হবে। সেই পর্যালোচনা করে দেখার পর প্রাথমিক যে রিপোর্ট আসবে, তা সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে পাঠানো হবে। প্রাথমিকভাবে এই বৈঠকে ঠিক হয়েছে ওই ৪৪ টি আসনে বিজেপির কোন কোন জায়গায় খামতি ছিল তা বের করা হবে এবং খামতি পূরণের জন্য রাজ্য কমিটির ৫ জন নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে।

বৈঠকে প্রাথমিকভাবে ঠিক হয়েছে, এই ৫ জন রাজ্য নেতা ওই ৪৪ টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরবেন এবং রিপোর্ট তৈরি করে তা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে জমা দেবেন। কৈলাশ বিজয়বর্গীয়র বাড়িতে হওয়া টানা ১ ঘণ্টার এই বৈঠকে প্রাথমিকভাবে ২০২১ এর বিধানসভা নির্বাচনের জন্য কী কী পদক্ষেপ করা হবে তারই প্রস্তুতি নেওয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*