উনিশের লোকসভা নির্বাচনে বাংলায় ১৮টি আসনে জয় পেয়েছে বিজেপি। পদ্মফুল ফোটার পর এই প্রথমবার পশ্চিমবঙ্গে এলেন অমিত শাহ। বঙ্গে এনআরসি লাগু করা নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, ঠিক সেই প্রেক্ষাপটে শাহর কলকাতা সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই নেতাজি ইন্ডোরে একটি সভা করার কথা রয়েছে অমিত শাহের। সেই সভাতেই রাজ্যে এনআরসি প্রয়োগের পক্ষে কথা বলতে শোনা যাবে তাঁকে।
এদিকে, দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আজই শাহর হাত থেকে পদ্ম শিবিরের পতাকা হাতে তুলে নেবেন তৃণমূলের সব্যসাচী দত্ত। একদিকে, শাহর উপস্থিতিতে সব্যসাচীর দলবদল, অন্যদিকে, এনআরসি তরজার মধ্যে এদিনের সভা থেকে শাহর ভাষণ, সবমিলিয়ে পুজোর মুখে শাহের কলকাতা সফর ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি।
মঙ্গলবার নেতাজি ইন্ডোরে সভা করার পর দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকও করার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। দলীয় কাজ সেরেই এই প্রথমবার কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধন করতে সল্টলেক যাবেন শাহ। সন্ধ্যায় সল্টলেক বি জে ব্লকে পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। উনিশের সাফল্যের পর একুশের লড়াইয়ের আগে পুজো উদ্বোধনে শাহর উপস্থিতি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
তবে, শাহর পুজো উদ্বোধন ঘিরে উদ্যোক্তাদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। সল্টলেক বি জে ব্লক পুজো কমিটির সম্পাদকের দাবি, অমিত শাহ পুজো উদ্বোধনে করবেন তা তিনি জানেন না। অন্যদিকে, পুজো কমিটির সভাপতি জানান, সবাইকে জানিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার পুজোর উদ্বোধন করবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহই। পুজোয় রাজনীতির প্রবেশ ঘিরেই দ্বন্দ্ব চরমে।
Be the first to comment