ভিডিও সৌজন্যে- (বিজেপি ওয়েস্ট বেঙ্গল)
উনিশের সাফল্যের পর এই প্রথমবার বাংলায় পা রেখে এনআরসি নিয়ে মুখ খুললেন অমিত শাহ। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে অমিত শাহ বলেন, এনআরসি নিয়ে মমতাদি মিথ্যাচার করছেন। উনি বলেছেন, লাখো লাখো হিন্দু শরণার্থীকে তাড়ানো হবে। আমি বলছি, কোনও হিন্দু শরণার্থীকে ভারত ছাড়া করা হবে না। বাংলায় একজনও হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান শরণার্থীদের এনআরসি করে বিতাড়িত করা হবে না। এজন্য দেশে আগে নাগরিকত্ব সংশোধনী বিল আনা হবে। তৃণমূল বিরোধিতা করলেও বিন আনা হবেই।
অমিত শাহ আরও বলেন, এনআরসি নিয়ে বাংলায় মানুষকে ভুল বোঝানো হচ্ছে। বিজেপি কর্মীদের বলছি, আপনারা বাড়ি বাড়ি গিয়ে বোঝান মানুষকে। হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এজন্য নাগরিকত্ব বিল আনা হবে। তবে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবেই।
এই একই মঞ্চে দাঁড়িয়ে দিলীপ ঘোষ জানান, এনআরসি নিয়ে রাজ্যের মানুষের ভয় পাওয়ার কোনও কারণ নেই। রাজ্যে পুজোর আগে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। উদ্বাস্তু বাঙালি হিন্দুকে ভয় দেখানো হচ্ছে। পাহাড়ে গিয়ে গোর্খাদের ভয় দেখানো হচ্ছে। রাজ্য়ের মুসলিমদের ভয় দেখানো হয়েছে। কিন্তু এঁদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। দিলীপ ঘোষ বলেন পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে বিকল্প হিসেবে পেয়েছে। বিজেপি এই রাজ্য থেকে কোনও হিন্দুকে তাড়াতে দেবে না। কোনও উদ্বাস্তুকে উচ্ছেদ হতে দেবে না। তাঁরা নিশ্চিন্তে থাকতে পারেন।
পাশাপাশি এদিন এই একই সুর শোনা যায় রাহুল সিনহার গলাতেও ৷ এদিন মঞ্চে রাজ্যের হিন্দুদের পাশে দাঁড়িয়ে জোর গলায় তিনি বলেন তাঁদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। অন্যদিকে বিজেপিতে সব্যসাচী যোগ দেওয়ার পরেই এনআরসি ইস্যুতে মুখ খোলেন। সব্যসাচী এদিন এনআরসি নিয়ে বলেন, আমার নাগরিকপঞ্জী নিয়ে অসুবিধা নেই। কিন্তু অনুপ্রবেশকারীদের ভারতে থাকতে দেব না। যারা ভারতকে টুকরো করতে চায় তাদের চিনে রাখুন। বাংলা ধীরে ধীরে পাকিস্তানের অংশ হয়ে যাচ্ছে। বাংলাকে এর থেকে বাঁচাতে হবে।
জানা গিয়েছে, তুমুল বিশৃঙ্খলার মধ্যেই এদিন নেতাজি ইন্ডোরে আসেন অমিত শাহ। অমিত শাহকে বিদ্যাসাগরের মূর্তি উপহার দেন দিলীপ ঘোষ। এদিন পর্যাপ্ত সংখ্যক আসনের থেকে বেশি লোক ঢুকে পড়ে নেতাজি ইন্ডোরে। ভিড় সামাল দিতে বেসামাল পরিস্থিতির সৃষ্টি হয়। ইন্ডোরে ঢোকার কার্ড ছাড়াই অনেকে ঢুকে পড়েন বলে খবর। এর জেরেই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়।
দেখুন ভিডিও!
Be the first to comment