লোকসভার প্রস্তুতির জন্য কী নিদান দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ?

Spread the love

বুথস্তরে স্মার্টফোন ব্যবহারকারীদের তালিকা এবং প্রতিটি বুথে কমপক্ষে পাঁচটি বাইকের বাহিনী তৈরি করা। আগামী লোকসভার প্রস্তুতির জন্য এমনটাই নিদান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। সবমিলিয়ে ২২ দফা পরিকল্পনা প্রস্তুত করেছেন তিনি। তাঁর মতে বুথ দখল আটকাতে পাল্টা বাইক বাহিনী সর্বদা প্রস্তুত রাখতে হবে। একই সঙ্গে প্রযুক্তিকে হাতিয়ার করে ঘরে ঘরে গেরুয়া শিবিরের বার্তা পৌছে দেওয়ারও নির্দেশও দিয়েছেন। ১০ জুন, ছত্তিশগড় সফর দিয়ে রাজ্যভিত্তিক সাংগঠন চাঙ্গা করার কাজ শুরু করেছেন তিনি৷ সম্প্রতি ঘুরে গিয়েছেন পশ্চিমবঙ্গে। রবিবার ওড়িশায়৷ সূত্রের খবর, রাজ্যের বুথস্তরে নেতাদের সঙ্গে আলাদ ভাবে কথা বলছেন৷ শুধু তাই নয়, পরিকল্পনার অঙ্গ হিসেবে বিভিন্ন রাজ্যের বুথগুলিকে এ, বি, সি ও ডি এই চার ভাগে ভাগ করা হয়েছে। যেখানে বিজেপির সংগঠন মজবুত ‘এ’ এবং সংগঠন একেবারেই দুর্বল বুথগুলিকে ‘ডি’ এভাবে চিহ্নিত করা হয়েছে। সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকারের কোন কোন জনমোহিনী প্রকল্পগুলিকে সামনে রেখে প্রচার চালানো হবে সেগুলো ঠিক করে দিচ্ছেন৷ যদিও বিরোধীরা একজোট হলে ২২ দফা পরিকল্পনা কতখানি কার্যকর হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ওয়াকিবহাল মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*