নির্বাচনী প্রচারে দিল্লির ‘‘বুথ কর্মকর্তা সম্মেলন’’ বক্তব্য পেশ করলেন অমিত শাহ ৷ সভা থেকেই কংগ্রেস ও আম আদমি পার্টিকে আক্রমণ করেন তিনি ৷ নাগরিকত্ব সংশোধনী আইন (২০১৯)-র হয়ে জোরদার সওয়াল করেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি-এর সর্বভারতীয় সভাপতি ৷ নানকানা সাহিবের প্রসিদ্ধ গুরুদ্বারে অশান্তি থেকে বিজেপি-র IT সেলের নম্বরের নামে বিভ্রান্তি এই প্রতিটি ইশুতেই বিরোধীদের সমালোচনার পাল্টা জবাব দেন তিনি ৷
গুরু নানকের জন্মস্থান নানকানা সাহিবের প্রসিদ্ধ গুরুদ্বারটি শিখদের অন্যতম তীর্থস্থান। সেখানে সম্প্রতি উত্তেজনা ছড়ায়। রাতেই দিল্লি কড়া বিবৃতি দিয়ে সংখ্যালঘু শিখ সম্প্রদায়কে রক্ষা করার জন্য পাকিস্তান সরকারকে ব্যবস্থা নিতে বলে। এই প্রেক্ষিতে শাহ বলেন, ”অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি চোখ মেললে দেখতে পাবেন প্রকৃত সত্যি কী ৷ CAA নিয়ে যারা প্রতিবাদ করছেন ৷ তাদের কাছে ওইটাই উত্তর ৷ যে শিখরা অশান্তির শিকার, তাঁরা কোথায় যাবেন ?”
শাহের কথায়, দেশে দাঙ্গা বাধাতে চেষ্টা করছেন রাহুল গান্ধি-প্রিয়াঙ্কা গান্ধির মতো বিরোধীরা ৷ নাগরিকত্ব আইনের ইশুতে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে উসকানি দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন শাহ ৷ তিনি বলেন, ”আমি দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই, কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না ৷ ”
Be the first to comment