ভারত-চিন সংঘাত পরিস্থিতি এখনও জারি আছে সীমান্তে। এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও খবর আসেনি। এই পরিস্থিতিতে কেন্দ্র কী করছে, সেই বিষয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
গত কয়েকদিন ধরে দিল্লিতে এই্ বষিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। মোদী, অমিত শাহদের সঙ্গে বৈঠক হয়েছে অজিত দোভালের। তিন বাহিনীর প্রধানেরাও বৈঠক করেছে।
সম্প্রতি, ‘আজ তক’-এর একটি সেশনে যোগ দিয়ে অমিত শাহ এই প্রসঙ্গে মন্তব্য করেন। তাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করতে চেয়েছেন, এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট কী বলেছেন, সেই ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না। তবে এটুকু বলতে পারি আন্তর্জাতিক সীমান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবাই সুরক্ষিত আছে।’
তিনি আশ্বাস দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনই ভারতের সুরক্ষা লঙ্ঘন করতে দেবেন না। তিনি জানিয়েছেন কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনা চলছে ভারত ও চিনের মধ্যে।
এর আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, কূটনৈতিক স্তরে দিল্লি ও বেজিংয়ের মধ্যে মধ্যে কথাবার্তা চলছে। শান্তিপূর্ণভাবে সবকিছু মিটিয়ে ফেলার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ভারত-চিন ইস্যু নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অনুরাগ শ্রীবাস্তব। তিনি জানিয়েছেন, ভারত এবং চিনের মধ্যে সামরিক স্তরে এবং কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। সীমান্তে শান্তি বজায় রাখতে দুই দেশের মধ্যে অনেক প্রোটোকল রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। দুই দেশের মধ্যে অনেক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলেও উল্লেখ করেন।
তিনি জানিয়েছেন ভারতের সেনাবাহিনী খুবই দায়িত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। একদিকে সমস্ত প্রোটোকল মেনে চলার পাশাপাশি ভারতকে রক্ষা করার দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা বার্তা দেওয়ার পরের দিনই এই বিবৃতি দেওয়া হল কেন্দ্রের তরফে।
Be the first to comment