নজরে ২০২১ এর নির্বাচন। আর সেই লক্ষ্যে ভার্চুয়াল র্যালি থেকে মঙ্গলবার হুঙ্কার দিলেন অমিত শাহ। ‘আয়ুষ্মান ভারত’ যোজনা কেন বাংলার মাটিতে চালু হয়নি, তা নিয়েই মমতা বন্দোপাধ্যায়কে প্রশ্ন করলেন মোদীর সেনাপতি।
একই সঙ্গে অমিত শাহ বলেন, ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলায় নিহত হয়েছেন প্রায় ১০০ জন বিজেপি কর্মী। নিজের বক্তব্যের শুরুতেই তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
তিনি নিহত কর্মীদের পরিবারের উদ্দেশ্যে বলেন, এই কর্মীদের আত্মবলিদান ব্যর্থ হবে না। বাংলায় পরিবর্তনের ডাক অমিত শাহ বলেন, বাংলায় পরিবর্তনের সময় এই কর্মীদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এছাড়াও তিন তালাক, কাশ্মীর প্রসঙ্গ, সিটিজেন আমার্টমেন্ট বিল নিয়ে প্রধানমন্ত্রী মোদীর একাধিকবার প্রশংসা করেন অমিত শাহ। বেলা ঠিক ১১ টায় শুরু হওয়া বিজেপির এই ভার্চ্যুয়াল র্যালি। সেই ভার্চুয়াল র্যালিতে দিল্লির মঞ্চ থেকে উপস্থিত অমিত শাহ, দেবশ্রী চৌধুরী, বাবুল সুপ্রিয়র মতো হেভিওয়েট নেতারা। পশ্চিমবঙ্গের মঞ্চে হাজির রাহুল সিনহা, মুকুল রায়, দিলীপ ঘোষের মতো রাজ্যের শীর্ষ নেতৃত্ব।
এরপরেই ১১ টার একটু পরেই বক্তব্য রাখতে শুরু করেন মুকুল রায়। প্রধানমন্ত্রীর নোট বন্দি থেকে শুরু করে, সফল বিদেশ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন মুকুল রায়। একই সঙ্গে অমিত শাহেরও নেতৃত্বের প্রশংসা করেন মুকুল রায়।
Be the first to comment