জরুরি অবস্থার ৪৫ বছর পূর্তিতে নাম না করে গান্ধী পরিবারকে বিঁধলেন অমিত শাহ

Spread the love

জরুরি অবস্থার ৪৫ বছর পূর্তির দিনে নাম না করে গান্ধী পরিবারকে আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ৪৫ বছর আগে এই দিনেই গোটা দেশে একটি অস্থির পরিবেশ তৈরি হয়েছিল বলে দাবি শাহের। একটি মাত্র পরিবারের সিদ্ধান্ত দেশকে কারাগারে পরিণত করেছিল বলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

জরুরি অবস্থার ৪৫ বছর পূর্ণ হওয়ার দিনে নাম না করে গান্ধী পরিবারকে তীব্র আক্রমণ অমিত শাহের। শুধুমাত্র একটি পরিবারের জন্যই গোটা দেশকে অবর্ণনীয় দুর্দশার সম্মুখীন হতে হয় বলে দাবি শাহের।

টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই দিনে, ৪৫ বছর আগে এক পরিবারের ক্ষমতার লোভ জরুরি অবস্থা চাপিয়ে দেয়। রাতারাতি দেশটিকে কারাগারে পরিণত করা হয়েছিল। প্রেস, আদালত, বাকস্বাধীনতা … সব পদদলিত হয়েছিল। দরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠীর উপর অত্যাচার করা হয়েছিল’।

উল্লেখ্য, আজ থেকে ৪৫ বছর আগে, ১৯৭৫ সালের ২৫ জুন গভীর রাতে জরুরি অবস্থা জারি হওয়ার পরের দিন ২৬ জুন অল ইন্ডিয়া রেডিও থেকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারির ঘোষণা করেন।

ঠিক তার আগের রাতেই তৎকালীন রাষ্ট্রপতি ফকিরুদ্দিন আলি আহমেদকে দিয়ে জরুরি অবস্থার নির্দেশনামায় স্বাক্ষর করিয়ে নেন ইন্দিরা। রেডিওতে তাঁর ওই ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার অনেক সদস্যেরই নাকি জানা ছিল না দেশে এমন ঘটনা ঘটতে চলেছে।

জরুরি অবস্থা জারির পরেই একাধিক সংবাদপত্রের কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময়ে দেশের অস্থির পরিবেশের দায় তৎকালীন সরকারের ওপর চাপালে বহু বিরোধী রাজনৈতিক নেতা, সমাজকর্মী, শ্রমিক নেতাদের গ্রেফতার করা হয়েছিল।

২১ মাস ধরে চলা এই জরুরি অবস্থা আধুনিক ভারতের ইতিহাসে কালো দিন। দেশের অভ্যন্তরীণ অশান্তি নিয়ন্ত্রণের উদ্দেশ্য এই জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে যুক্তি দেওয়া হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*