বাংলায় পরিবর্তন হবেইঃ অমিত শাহ

Spread the love

শনিবার এক বেসরকারি টিভি চ্যানেলের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা জানান অমিত শাহ। তাঁর এদিনের বক্তব্য শুরু হয়েছে করোনা মহামারি দিয়ে আর বক্তব্য শেষ করেছেন করোনা সচেতনতা নিয়ে। তবে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিশিষ্ট বিজেপি নেতা। সুতরাং তাঁর বক্তব্যে ঘুরে ফিরে এসেছে সারা দেশের বর্তমান পরিস্থিতির কথা। এসেছে বিহার নির্বাচন প্রসঙ্গও।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে তাঁর স্পষ্ট জবাব, জে.ডি.ইউ ও বিজেপি জোট অর্থাৎ এন ডি এ সরকার গঠন করবে এবং মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার। চিন প্রসঙ্গে তাঁর সাফ জবাব ভারত এক ইঞ্চি জমির জন্য সদা জাগ্রত। কেউ ছিনিয়ে নিতে পারবে না।

উঠে এসেছে পশ্চিমবঙ্গের রাজনীতির প্রসঙ্গও। অমিত শাহর বক্তব্য বাংলায় পরিবর্তন আসবে। ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। এর পিছনে কী যুক্তি দিলেন তিনি? বললেন আম্ফান দুর্নীতি, করোনা মোকাবিলা, ভ্রষ্টাচার এগুলির পাশাপাশি রাজ্য বোমা বানানোর কারখানায় পরিণত হয়েছে। হচ্ছে বিপক্ষের উপর আক্রমণ-হত্যা। আর সেকারনেই বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে হঠাতে চান।

এরপর সাংবাদিক প্রশ্ন করেন বিজেপি নেতারা যে রাষ্ট্রপতি শাসন চাইছেন তা কি বাংলায় সম্ভব? অমিত শাহের উত্তর পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে দাবি অসঙ্গত নয়। সাক্ষাৎকারের শেষে আবারও উৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন মাস্ক, স্যানিটাইজার, স্বচ্ছ হাত ও দু’গজের দূরত্ব বজায় রাখুন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*