বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বাঁকুড়া সফর ঘিরে জোরদার প্রস্তুতি শুরু হয়ে গেছে গেরুয়া শিবিরে। বাঁকুড়া জেলা বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার বাঁকুড়া শহর সংলগ্ন করগাহিড় হ্যালিপ্যাডে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর সেখান থেকে তাঁর কনভয় সরাসরি পৌঁছে যাবে পুয়াবাগানে। তারপর ওই জায়গায় সিধু কানুর মূর্তিতে মালা দিয়ে বাঁকুড়া সফর শুরু করবেন। পরে বাঁকুড়া-১ ব্লকের চতুরডিহি গ্রামে একটি আদিবাসী পরিবারে গিয়ে দুপুরে খাবার খাবেন তিনি।
সবশেষে শহরের রবীন্দ্র ভবনে দলের রাঢ় বঙ্গ জোন, মেদিনীপুর জোনের কর্মকর্তাদের নিয়ে বিশেষ রাজনৈতিক কর্মসূচীতে অংশ নেবেন তিনি বলে জানা গিয়েছে। বুধবার সকালে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি, সাংসদ, সৌমিত্র খাঁ ও দলের জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র পুয়াবাগান ও চতুরডিহি গ্রামের বিভীষণ হাঁসদার বাড়িতে যান। বিজেপির সর্বভারতীয় নেতা তথা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ বিভীষণ হাঁসদার বাড়িতেই দুপুরের খাবার খাবেন । বিজেপি নেতৃত্ব কথা বলেন বিভীষণ হাঁসদা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে।
রাজ্য যুব মোর্চার সভাপতি, সাংসদ সৌমিত্র খাঁ বলেন, বিজেপির সঙ্গে আদিবাসী সমাজের সম্পর্ক সুদৃঢ়। আদিবাসী সমাজের সামাজিক উন্নতির কথা মাথায় রেখেই অমিত শাহ্ এই ধরণের চিন্তা নিয়েছেন। শাসক তৃণমূল যেখানে আদিবাসীদের উন্নতি করতে পারেনি, বিজেপি সেই উন্নতিই করবে বলে তিনি জানান।
Be the first to comment