অমিত শাহর সভা ঘিরে শনিবার সকাল থেকেই মেয়ো রোডে বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহ তুঙ্গে

Spread the love

মেয়ো রোডে বিজেপি সভাপতি অমিত শাহর সভা ঘিরে শনিবার সকাল থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহ তুঙ্গে। বেলা সাড়ে এগারোটায় কলকাতা বিমানবন্দরে নামেন বিজেপি সভাপতি। সেখান থেকে তিনি যান পোর্টট্রাস্টের গেস্ট হাউসে। কিছুক্ষণ বিশ্রাম করেই তিনি দুপুর ১টায় মূল সভাস্থলে যান বলে খবর।

এ দিন সকাল থেকেই অমিত শাহকে বরণ করার জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রচুর বিজেপি কর্মী। কর্মী-সমর্থকদের ভিড় রয়েছে দলের রাজ্য দফতর মূরলিধর সেন লেনে। ভিড় জমতে শুরু করেছে মেয়ো রোডের মূল সভাস্থলেও। ইতিমধ্যেই জেলাগুলি থেকে কলকাতামুখী রওনা দিয়েছেন বিজেপি কর্মীরা। দূরের জেলাগুলি থেকে গতকাল রাতেই শাহর সমাবেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তাঁরা। চন্দ্রকোনায় বিজেপির একটি বাসে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

প্রসঙ্গত, অমিত শাহের সভা ঘিরে গত দু’দিন ধরেই রাজ্য রাজনীতির পারদ উর্দ্ধমুখী। এরই মধ্যে শুক্রবার রাজ্যের শাসক দলের তরফে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন শনিবার এনআরসি কলকাতা বাদে রাজ্যের সব জেলায় ধিক্কার দিবস পালন করবে তৃণমূল। বিজেপি নেতাদের আশঙ্কা ধিক্কার দিবসের নামে বিজেপি কর্মীদের আসতে বাধা দেবে শাসক দল। এ প্রসঙ্গে শুক্রবারই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুঁশিয়ারির সুরে বলেন, “যদি কোথাও গাড়ি আটকায় আমি বলেছি পিষে দিয়ে চলে আসতে।“ অশান্তির আশঙ্কা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যসচিবকে চিঠিও লেখেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। সব মিলিয়ে সপ্তাহের শেষ দিনে জোড়া এবং পদ্মফুলের লড়াইয়ে সরগরম রাজ্য বঙ্গ রাজনীতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*