একবার রাজ্যে সরকার গড়ার সুযোগ দিতে বাংলার কাছে আবেদন অমিত শাহের
আগামী বিধানসভায় রাজ্য সরকার গড়তে বাংলার মানুষের কাছে তাদের একবার সুযোগ দেওয়ার অনুরোধ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেভাবে এর আগে দীর্ঘদিন বামফ্রন্ট, তার আগে কংগ্রেস এবং বর্তমানে তৃণমূলকে বাংলার মানুষ সুযোগ দিয়েছেন, সেভাবে আগামী পাঁচ বছর বিজেপিকে সুযোগ দেওয়ার জন্য আবেদন রাখলেন বিজেপির এই শীর্ষ নেতা। তাহলেই পরের পাঁচ বছরে সোনার বাংলা গলে যাওয়ার স্বপ্ন দেখালেন বিজেপির অন্যতম প্রধান নেতা।
কী বললেন অমিত শাহ?
শুনুন!
আবার পরক্ষনেই বিজেপির এই বলিষ্ঠ নেতার দাবি, আগামী বিধানসভা ভোটে দু’শোর বেশি আসন নিয়ে এ রাজ্যে সরকার গড়বে তার দল। এদিন তার সাংবাদিক বৈঠকে আগাগোড়া মুখ্যমন্ত্রী এবং তার সরকারকে সমালোচনা করেন অমিত শাহ। তাঁর বক্তব্য, এরাজ্যের সরকার ব্যর্থ প্রশাসন’ চলাতে। একই সঙ্গে মা মাটি মানুষের সরকার দুর্নীতিতে তুষ্ট ও তোলাবাজিতে ডুবে গেছে বলেও অভিযোগ করেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রশ্ন, কেন ২০১৮ সালের পর এ রাজ্যের থেকে আর কোন ক্রাইম রেকর্ড কেন্দ্রীয় ক্রাইম রেকর্ড ব্যুরো কাছে পাঠানো হয় না, তার উত্তর দিন। তাঁর অভিযোগ, এ রাজ্যে মহিলাদের উপর নিগ্রহ বা মহিলা গঠিত অপরাধ অন্য রাজ্যের থেকেই বেশি, সেই কারণেই তথ্য লুকিয়ে রাখতে সরকার কেন্দ্রকে তথ্য দেয় না বলেও অভিযোগ তাঁর। এ রাজ্যের সরকার মানুষের আশা পূরণে ব্যর্থ হয়েছে বলেও দাবি অমিত শাহের।
এদিন তার বক্তব্যে বারেবারে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীর্যক মন্তব্য। আবার তিনি জানিয়ে দিয়েছেন, আগামী বিধানসভা ভোট এরাজ্যে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সবরকম ব্যবস্থা নেবে।
এদিন সন্ধ্যায় অমিত শাহের সফর নিয়ে পাল্টা সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলু পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে কোনো কথা বললেন না, সেই প্রসঙ্গ তুলে ধরেন তৃণমূলের সাংসদ। তৃণমূল সরকার শুধু বামেদের সরাইনি এরাজ্যে উন্নয়ন এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও দাবি সুখেন্দু শেখর রায়ের।
Be the first to comment