বাংলার পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অমিত শাহ। আর স্বাভাবিকভাবেই তাঁর আক্রমণের কেন্দ্রে ছিল তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তিনি বলেন, ‘বাংলায় তিনটি আইন। একটা ভাইপোর জন্য, একটা ভোট ব্যাংকের জন্য আর একটা সাধারণ মানুষের জন্য।’
এদিন তিনি তোষণের রাজনীতি নিয়েও কটাক্ষ করেন তৃণমূলকে। পাশাপাশি, কৃষকদের জন্য মোদী সরকারের স্কিমের কথাও বলেন তিনি। তাঁর দাবি, এবার বিজেপি ক্ষমতায় আসবে, তখন বাংলার কৃষকদের আর কোনও সমস্যা থাকবে না।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে ভাবার প্রয়োজন নেই, নিজেদের কাজ ঠিকমতো করতে হবে। একই সঙ্গে নেতা-কর্মীদের শাহের বার্তা, তৃণমূলের ব্যর্থতা নিয়ে প্রচারের চেয়ে বেশি করে সামনে আনতে হবে মোদী সরকারের সাফল্য। সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে হবে।
দুদিনের সফরে বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলায় এসেই বাঁকুড়া ছুটে গিয়েছেন অমিত শাহ। বাঁকুড়ায় রাঢ়বঙ্গের জেলাগুলির সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন। জনসংযোগ বাড়াতে আদিবাসী পরিবারের বাড়িতে খাওয়াদাওয়া সেরেছেন। কথা বলেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে। তবে বাঁকুড়ায় সাংগঠনিক বৈঠক থেকে দলীয় নেতাকর্মীদের কার্যত টাস্ক বেঁধে দিয়েছেন অমিত শাহ। আগামী বিধানসভা নির্বাচনে ২০০ আসন পেতেই হবে বলে নেতাকর্মীদের নির্দেশ শাহের।
Be the first to comment