বাংলার ভূমিপুত্রই বাংলার মুখ্যমন্ত্রী হবেনঃ অমিত শাহ

Spread the love

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০-র বেশি আসনে জয়ী হবে। পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বিজেপি এমনটাই দাবী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি আজ বোলপুরে সাংবাদিক সম্মেলনে বলেন, ‘মমতা যখন কংগ্রেসে, সেইসময় ইন্দিরা গাঁধী এখানে এলে কী হত! মমতা যখন কংগ্রেসে, সেইসময় প্রণবদা এলে কী বলতেন! এখানে দিলীপ-শমীক-স্বপনদের দেখতে পাচ্ছেন না! মমতাকে হারানোর জন্য দিল্লি থেকে কাউকে আসতে হবে না। বাংলার কেউ আপনাকে হারাবে, বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন। সংকীর্ণ মানসিকতা নয়, বাংলা খোলা মনের মানুষদের জায়গা।’

তিনি বলেছেন, ‘শিল্পে সারা দেশে এখন তলানিতে বাংলা, এর জবাব কে দেবে? আমার তথ্য চ্যালেঞ্জ করলে জবাব দেবে যুব মোর্চা। কোনও শিশু জন্ম নিলে মাথায় ৫০ হাজার টাকার ঋণ। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে বাংলার অবদান ১%। রাজ্যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ১৮% কম। সরকারি হাসপাতালে বেডের সংখ্যা অপ্রতুল। বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জেনের পদ ৮৫% খালি। বাংলার ১০% স্কুলে বিদ্যুৎ সংযোগ নেই। বহু স্কুলে এখনও শৌচাগার তৈরি হয়নি। শুধু তোলাবাজি, দুর্নীতি, পরিবারতন্ত্র, হিংসায় বাংলা ১ নম্বরে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*