অমিত শাহের বিরুদ্ধে ব্যাঙ্কশাল কোর্টে মানহানির মামলা দায়ের করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে বুধবার ব্যাঙ্কশাল কোর্টে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় সাক্ষী হিসেবে সই করেন সৌম্য বক্সী ও স্বরূপ বিশ্বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু জানান, অমিত শাহকে হাজিরার জন্য সমন পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, মেয়ো রোডে বিজেপির সভা থেকে অমিত শাহ দুর্নীতি নিয়ে অভিযোগ করেন ভাতিজা (পড়ুন ভাইপো)-র বিরুদ্ধে। নাম না নিয়ে তিনি শাসক দলের বিরুদ্ধে নানান অভিযোগ তোলার পাশাপাশি বলেন, “ত্রয়োদশ অর্থ কমিশনের আওতায় বাংলা কেন্দ্রের থেকে বরাদ্দ পেয়েছিল ১ লক্ষ ৩২ হাজার কোটি টাকা। কিন্তু কেন্দ্রে মোদী সরকার আসার পর চতুর্দশ অর্থ কমিশনের আওতায় বাংলাকে ৩ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।” এর পরই ভিড়ের উদ্দেশে বিজেপি সভাপতি প্রশ্ন তোলেন, “ওই টাকায় বাংলার গ্রামে গঞ্জে কি উন্নয়ন হয়েছে? হয়নি। সব টাকা সিন্ডিকেট আর ভাইপোকে ভেট চড়িয়ে দিয়েছে।”

মেয়ো রোডের সভার পরেই সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন হুঁশিয়ারির সুরে বলেছিলেন, ‘উনি যদি চব্বিশ ঘণ্টা বা আটচল্লিশ ঘণ্টা বা বাহাত্তর ঘণ্টার মধ্যে ক্ষমা না চান, তা হলে আইনত ব্যবস্থা নেব। ’ বাহাত্তর ঘণ্টা কাটার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তাঁর আইনজীবী সঞ্জয় বসু নোটিশ পাঠান বিজেপি সভাপতিকে। তারপর মঙ্গলবার মানহানির মামলা দায়ের করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*