নতুন বছরের শুরুতেই বঙ্গ সফরে আসতে পারেন শাহ-নাড্ডা

Spread the love

পুরভোটের প্রচারে রাজ্যে আসতে চলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। জানুয়ারিতেই রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডারও। জনসভা করতে পারেন দু’জনই।

১০ জানুয়ারি সাংগঠনিক বৈঠক করতে পারেন জেপি নাড্ডা। ৩১ জানুয়ারি সভা করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, বিজেপির রাজ্য পদাধিকারীদের বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় নেতা বিএল সন্তোষ।

সূত্রের খবর, যেহেতু বিজেপি সম্প্রতি রাজ্য সংগঠনে একেবারেই খোলনলচে বদলে ফেলেছে। প্রথমে রাজ্য সভাপতি বদল করা হয়েছে। এরপরই সম্প্রতি নতুন রাজ্য কমিটি ঘোষণা হয়েছে, জেলা সভাপতি বদল হয়েছে। সংগঠনকে চাঙ্গা করতেই মূলত বিএল সন্তোষ সোমবার কলকাতায় আসেন।

সেদিকে তাকিয়েই নতুন বছরের শুরুতেই রাজ্যে আসার কথা জেপি নাড্ডার। বিজেপির সর্বভারতীয় সভাপতি থাকতে পারেন দু’একদিন। বিভিন্ন জেলায় সফরও করতে পারেন তিনি। অর্থাৎ বিভিন্ন জেলায় সাংগঠনিক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন নাড্ডা।

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসতে পারেন জানুয়ারির একেবারে শেষের দিকে। ৩০ জানুয়ারির মধ্যে তিনি আসতে পারেন বাংলায়। তবে যা খবর, তাতে অমিত শাহ মূলত উত্তরবঙ্গে সভা এবং সাংগঠনিক বৈঠক করতে পারেন অর্থাৎ ইংরাজি নতুন বছরের শুরুতেই বিজেপি চাইছে তাদের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন প্রাণশক্তির সঞ্চার করতে। ঠিক যেভাবে লোকসভা কিংবা বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবির একযোগে ঝাঁপিয়ে পড়েছিল বঙ্গে, পুরভোটকে সামনে রেখে আবারও যেন সেই উদ্যমই ফিরে আসে সংগঠনে।

লোকসভা ভোটের তিন বছরও যে বাকি নেই। তার আগে বড় নির্বাচন বলতে জানুয়ারি-ফেব্রুয়ারির রাজ্য জোড়া পুরভোট। সেখানেও বিজেপির একই হাল হলে, বামেরাই কার্যত প্রধান বিরোধী হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। চিন্তায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও। এই পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে বঙ্গ সফর কিছুটা টাটকা বাতাস সংগঠনে ছড়িয়ে দিতে পারবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*