তিনদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শাহী-সফরের সংবাদ দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, আগামী ৪ মে এই রাজ্যে আসবেন অমিত শাহ ৷ থাকবেন আগামী ৬ মে পর্যন্ত। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷
এদিন বিজেপির রাজ্য দফতরে সকাল থেকেই দফায় দফায় সংগঠনিক বৈঠক হয়। সেই বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারর কাছে জেলা নেতৃত্ব অভিযোগ করেন সংগঠনের নানা বিষয় নিয়ে। আর দলের নানা সমস্য নিয়ে একাধিক বিষয়ে আলোচনা হয় ওই বৈঠকে।
বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে যে দলীয় নেতৃত্বের কাছে সুকান্ত মজুমদার বার্তা দেন, ৪ মে উত্তরবঙ্গে একটি সরকারি কর্মসূচিতে যোগ দেবেন অমিত শাহ। কিন্ত ৬ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষিণবঙ্গে আসবেন। তার জন্য দক্ষিণবঙ্গের জেলা নেতৃত্বকে প্রস্ততি নিতে বলা হয়েছে।
এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, অমিত শাহ ৩ দিনের কর্মসূচিতে রাজ্য আসছেন। দক্ষিণবঙ্গের জেলা নেতৃত্বকে প্রস্ততি নিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷
এর আগে চলতি এপ্রিলে পশ্চিমবঙ্গ সফরে আসার কথা ছিল অমিত শাহের ৷ সেই সফর হওয়ার কথা ছিল গত ১৬-১৭ এপ্রিল ৷ কিন্তু পরে সেই সফর বাতিল হয়ে যায় ৷ এবার মে মাসে তিনি আসতে চলেছেন বাংলায় ৷
Be the first to comment