করোনা আক্রান্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ রয়েছেন। রবিবার দিল্লির বিজেপি নেতা মনোজ তিওয়ারি জানালেন, অমিত শাহের পরবর্তী করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি ভর্তি রয়েছেন গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে।
উল্লেখ্য, গত ২ অগস্ট নিজেই টুইট করে অমিত শাহ জানিয়েছিলেন, তিনি করোনায় আক্রান্ত। রিপোর্ট পজেটিভ আসার পর তাঁর সংস্পর্শে আসা সবাইকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিত্সকরা জানিয়েছিলেন, কোর্মবিডিটি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। শরীরে অক্সিজেন মাত্রা কমছে কিনা তার উপর নজর রাখেন চিকিৎসকরা।
তবে এদিন বিজেপি সাংসদ মনোজ তেওযারির এক ট্যুইট ঘিরে এই বিতর্কের জন্ম হয়। কিছুক্ষণ পর অবশ্য তিনি ট্যুইট ডিলিট করে দেন। যদিও তার আগেই হঠাৎ তাঁর দিন পাঁচেকের জন্য করোনা ধরা পড়া, অযোধ্যার ভূমি পূজোয় সেই কারণে তাঁর যেতে না পারা নিয়ে আলোচনা শুরু হয়।
Be the first to comment