দক্ষিণেশ্বরে অমিত শাহ, গেলেন অজয় চক্রবর্তীর গানের স্কুল শ্রুতিনন্দনেও

Spread the love

শুক্রবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পূজা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল সোয়া দশটা নাগাদ তিনি দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে তারপরে ভবতারিণীর মন্দিরে যান।মিনিট পনেরো সেখানে কাটিয়ে বিজেপির সর্বভারতীয় নেতা বেরিয়ে যান।

সেখান থেকে তিনি দক্ষিণ কলকাতায় সংগীত শিল্পী অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। অজয় চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কলকাতায় এসে আমার স্কুলে আসছেন সঙ্গীতের উন্নতি নিয়ে কথা বলতে। এতে আমি ধন্য। ওনাকে আমি স্বাগত জানাচ্ছি। ওনার মত মানুষকে আমন্ত্রণ জানানোর মত ধৃষ্টতা আমার নেই। উনি নিজেই আসতে চেয়েছেন। আমি সঙ্গীত ছাড়া আর কিছুই জানি না।


এদিন সকালে অমিত শাহ দক্ষিণেশ্বরে গেলে তাঁকে চন্দন তিলক পরিয়ে অভ্যর্থনা জানান অগ্নিমিত্রা পাল। ছিলেন বিজেপির মহিলা ব্রিগেডের সদস্যরাও। কৈলাস বিজয় বর্গীয়, মুকুল রায়, রাহুল সিনহার মতো নেতারা তাঁর সঙ্গে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। এদিন দক্ষিণেশ্বরে রাজ্যকে তোষণ নীতি নিয়ে তোপ দেগে অমিত শাহ বলেন, রামকৃষ্ণ, বিবেকানন্দের মতো মহাত্মাদের ভূমিতেই আজ তোষণের রাজনীতি চলছে। এতে বাংলার পরম্পরা নষ্ট হচ্ছে। এদিন নিজের হাতে মা ভবতারিণীর আরতি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*