মমতার সঙ্গে বৈঠকের পর দিল্লি যাত্রা, অমিত শাহের কাছে হাজির রাজ‍্যপাল

Spread the love

সদ্যই রাজভবন থেকে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছিল চরম রাজনৈতিক জল্পনা। সেই জল্পনা আরও বাড়ল। শনিবারই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

সূত্রের খবর, সেই বৈঠকে অমিত শাহের হাতে রাজ্যের আইন-শৃঙ্খলার বিষয়ে বিস্তারিত রিপোর্ট তুলে দেবেন ধনখড়। শুক্রবার রাতেই দিল্লি পৌঁছে যাচ্ছেন তিনি।

রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। গত বুধবার, তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করতে যাওয়ার দিনও তিনি মমতাকে আক্রমণ শানিয়েছিলেন। ঠিক তার পরই মুখ্যমন্ত্রীর রাজভবন যাত্রা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছিল রাজনৈতিক মহল। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে ওই বৈঠক সম্পর্কে কেউই অবশ্য প্রকাশ্যে কিছু বলেননি।

নবান্ন সূত্রে মুখ্যমন্ত্রীর ওই রাজভবন যাত্রাকে নিছকই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হয়েছিল। ঠিক তার তিনদিনের মধ্যেই রাজ্যপালের দিল্লি যাত্রা নতুন জল্পনা তৈরি করছে।

এর আগে গত ২৯ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ধনখড়। বৈঠকের পর দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তিনি বলেছিলেন, ‘বাংলার পরিস্থিতি ভয়ংকর। সর্বভারতীয় মিডিয়ায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি বিশদে জানা প্রয়োজন। আমলারা সব রাজনৈতিক নেতাদের মতো আচরণ করছেন এখন। বাংলায় আদৌ সুষ্ঠুভাবে ভোট হবে কিনা, তা নিয়ে চিন্তিত। রাজ্যে আল-কায়দার জঙ্গিরা ধরা পড়ছে, অবাধে বোমা তৈরির কারখানার রমরমা কারবার চলছে।’ যদিও রাজ্যপালকে পালটা তৃণমূল বলেছিল, ‘রাজ্যপাল যদি প্রতিদিন এভাবে কথা বলেন তাহলে তাঁর রাজনৈতিক নেতা হতে বাধা কোথায়? রাজ্যপাল বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার আগে একটু উত্তরপ্রদেশ এর দিকে তাকান।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*