কথা ছিল, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হবেন রাজ্যপাল কিন্তু, কিছুটা নজিরবিহীনভাবেই বৃহস্পতিবার নির্ধারিত সময়ের আগে অমিত শাহের বাসভবনে পৌঁছে যান জগদীপ ধনখড়। সূত্রের খবর, প্রায় দেড় ঘণ্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। যদিও কী বিষয়ে তাঁদের দুজনের আলোচনা হয়েছে, তা সরকারিভাবে কোনও তরফেই জানানো হয়নি। তবে আলোচনার প্রসঙ্গে যে অবশ্যই পশ্চিমবঙ্গ ছিল, তা আলাদা করে বলে দেওয়ার কোনও প্রয়োজন পড়ে না।
তাৎপর্যপূর্ণভাবে, বৈঠকে পর রাজ্যপাল টুইট করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও একটি টুইট করা হয়েছে। কিন্তু, কী কারণে এই সাক্ষাৎ, বা কী বিষয়ে দুজনের আলোচনা হল, তা কোথাও উল্লেখ করা হয়নি। অথচ, বুধবার দিল্লিতে পা রাখার পর থেকে রাজ্যপাল যে ক’জন ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ অথবা বৈঠক করেছেন, তাঁদের সবার সঙ্গেই বৈঠকের পর টুইটে কিছুটা আভাস দিয়েছেন আলোচনার সম্পর্কে।
বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাতের পরও একে ‘সৌজন্য সাক্ষাৎ’ বলে উল্লেখ করেছিলেন। কিন্তু, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি টুইটারে শুধুই লিখলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বাসভবনে কথা বললাম।”
Be the first to comment