যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্থার ঘটনায় কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জানালেন রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির কথা ৷ শুক্রবার সকালে অমিত শাহকে ফোন করেন দিলীপ ঘোষ। জানা গিয়েছে, দু’জনের মধ্যে ৫ মিনিট ফোনে কথা হয়। রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠিও পাঠাচ্ছেন দিলীপ।
বিজেপির অভিযোগ, একজন কেন্দ্রীয় মন্ত্রীকে নিগ্রহ করা হচ্ছে কিন্তু কলকাতা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছে। কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য প্রশাসন। দিলীপ ঘোষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিতে লিখেছেন, যে কাজটি পুলিশের করা উচিত ছিল, সেটা রাজ্যপালকে করতে হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজানক ঘটনা ৷ রাজ্যপাল আসছেন একজন কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করে নিয়ে যেতে। এর থেকে লজ্জার আর কী হতে পারে ?
উল্লেখ্য, বাবুল সুপ্রিয়কে নিগ্রহের ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি নিচ্ছে বিজেপি। আজ রাজ্য দফতর থেকে দুপুর ১টা নাগাদ প্রতিবাদ মিছিল বের হবে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে আজ বিকেলে দুই কেন্দ্রীয় মন্ত্রী কলকাতায় আসছেন ৷ এরাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র ওপর হামলা এবং রাজ্যপাল জগদীপ ধনকড়কে আটক করে রাখার ঘটনা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপের বিষয়টি খতিয়ে দেখবেন তাঁরা। অংশ নিতে পারেন রাজ্য নেতৃত্বের কর্মসূচি, প্রতিবাদ যাত্রায়। পাশাপাশি আজ তাঁরা রাজভবনে গিয়ে দেখা করবেন ও কথা বলবেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে।
Be the first to comment