ভিডিও সৌজন্যে- (বিজেপি ওয়েস্ট বেঙ্গল)
কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস একই মুদ্রার এপিঠ- ওপিঠ। মঙ্গলবার কাঁথিতে জনসভায় যোগ দিয়ে একযোগে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে এইভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এদিন অমিত শাহ বলেন কংগ্রেসে যেমন পরিবারতন্ত্রকেই বেশী প্রাধান্য দেওয়া হয়, তেমনই তৃণমূল কংগ্রেসেও তাই। এরা একে অপরের পরিপূরক। উঠে আসে সোনিয়া, রাহুল এবং সদ্য কংগ্রেসে যোগ দেওয়া প্রিয়াঙ্কা গান্ধীর প্রসঙ্গও।
পাশাপাশি এদিন কাঁথির সভামঞ্চে দাঁড়িয়ে অমিত শাহ বলেন, যতই চেষ্টা করুন আমাদের কিছুতেই আটকাতে পারবেন না। তিনি বলেন, বাংলায় আমাদের রথ বের করতে দেওয়া হয়নি। হেলিকপ্টারও নামতে দেওয়া হচ্ছে না। অমিত শাহ সভায় উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, বাংলায় কোনও দলের সভা করার অধিকার আছে কী? তবে চিন্তার কোনও কারন নেই। এই সবকিছুর উত্তর মিলবে নির্বাচনের রেজাল্টে। গণনার পর দুপুর ২টো নাগাদ দেখবেন তৃণমূল সরকার ক্ষমতাচ্যূত হয়েছে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি এদিন সোনার বাংলা গড়ার ডাক দেন। তিনি বলেন, আসন্ন নির্বাচন “সোনার বাংলা” গড়ার নির্বাচন। ফেরাতে হবে সেই পুরানো বাংলা। বাংলায় গণতন্ত্র মজবুত করতে হবে। অমিত শাহ বলেন বিজেপিকে জেতান, মোদীজি সোনার বাংলা তৈরি করবেন। বাংলা আগে দেশকে পথ দেখাতো। আর এখন কী অবস্থা হয়েছে, ভাবুন! উঠে আসে ক্ষুদিরাম, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, চৈতন্য দেবের কথাও। তিনি আরও জানান, বাংলায় গরীব মানুষের সংখ্যা বেড়েছে। সব কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে আর চালু হচ্ছে বোমার কারখানা।
অমিত শাহ আরও জানান, বিজেপি ক্ষমতায় এলে গ্যারান্টির সঙ্গে অনুপ্রবেশ বন্ধ করা হবে। অনুপ্রবেশকারীরাই তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্ক বলেও কটাক্ষ করতে পিছপা হন নি তিনি। পাশাপাশি শাহ জানান, বিজেপি ক্ষমতায় এলে চিটফান্ড কান্ডে প্রতারিতদের টাকা ফেরত দেবে।
এদিন উঠে আসে কেন্দ্রের প্রকল্পকে রাজ্যে অন্য নাম দিয়ে চালানোর প্রসঙ্গ। অমিত শাহ বলেন, মোদীর সমস্ত প্রকল্পের নাম বদলে বাংলায় চালাচ্ছে মমতা। আর দাবি করছেন নিজের প্রকল্প বলে। আয়ুষ্মান প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে বলেও দাবি তোলেন অমিত শাহ। আর এরজন্য তিনি ম্মতাকেই কাঠগড়ায় তোলেন।
বক্তব্যের শেষের দিকে এদিন অমিত শাহ উপস্থিত কর্মী-সমর্থকদের কাছে জানতে চান তাঁরা কেমন সরকার চান? মজবুর সরকার নাকি মজবুত সরকার? উপস্থিত সকলেই জানান মজবুত সরকার। আর সেই প্রসঙ্গ টেনেই বিজেপির সর্ব ভারতীয় সভাপতি বলেন, মজবুত সরকার চাইলে একটাই অপশন বিজেপি। যা একমাত্র দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কেউ নন।
দেখুন পুরো অনুষ্ঠানের ভিডিও, শুনুন এদিন সভায় কে কী বললেন?
Be the first to comment