পুজোর আগে কলকাতায় আসতে পারেন অমিত শাহ, আসতে পারেন নাড্ডাও

Spread the love

বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডার বাড়িতে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের বৈঠক ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, এবং বিজেপি নেতা রাহুল সিনহা। বৈঠক শেষে অন্য কেউ সেভাবে মুখ না খুললেও রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন- ‘একুশের নির্বাচনের দিকে তাকিয়েই এই বৈঠক’।

এই বৈঠকের ইস্যু কি? কিসের উপর ভিত্তি করে তারা একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দিতা করবেন? এই প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন যে – দুর্নীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ইত্যাদির ওপর ভিত্তি করেই তাঁরা নির্বাচনে লড়তে চলেছেন। হাথরস প্রসঙ্গে দিলীপবাবু কে প্রশ্ন করা হলে তিনি বলেন, দলিতদের সবথেকে বেশি পাশে দাঁড়িয়েছে বিজেপি সেজন্য তারা আমাদের দুই হাত তুলে আশীর্বাদ করেছে- তাদের ভোটে আমরা জয়যুক্ত হয়েছি।

এরপর দিলীপবাবু বলেন যে প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেকোনো দিনই কলকাতায় আসতে পারেন। একুশের ঘুটি সাজাতেই যে তিনি কলকাতায় আসবেন সে কথা বলাই বাহুল্য। সাংগঠনিকভাবে বৈঠক করবেন তিনি কলকাতায় একথা বলেন দিলীপবাবু। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের দুর্গাপুজোতে বিধি-নিষেধ আরোপ করা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেই বিধি-নিষেধ উঠে যাচ্ছে কিন্তু করোনা পরিস্থিতিতে, কম লোক নিয়ে করোনা বিধি মেনেই পুজো করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*