দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। করোনার এই দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে। এরকম এক পরিস্থিতিতে কি ফের লকডাউনের পথে যাবে বাংলা? বিষয়টি রাজ্যের উপরেই ছেড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেন, কেন্দ্র সরকার তার শেষ নোটিসে জানিয়েছে করোনা নিয়ে সব সিদ্ধান্ত নিতে পারবে রাজ্য সরকার। কনটেনমেন্ট জোন, সেমি কনটেনমেন্ট জোন কিংবা রাজ্যে করোনা রুখতে কী ব্যবস্থা নেওয়া হবে তার অধিকার ফেব্রুয়ারি মাসের শেষ থেকে রাজ্য সরকারকে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্য়ায় অভিযোগ করেন, ফের লকডাউন করার চিন্তাভাবনা ছিল কেন্দ্রের। উদ্দেশ্য ছিল লোকজনকে বের হতে না দেওয়া। আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি, লকডাউনের কোনও প্রয়োজন নেই।
করোনার দ্বিতীয়দফার ঢেউয়ে ইতিমধ্য়েই দৈনিক করোনা সংক্রমণ ১ লাখ পার করেছে। ভোট প্রচারের এই সময়ে রাজ্যেও দৈনিক করোনা সংক্রমণ ২ হাজার পার করেছে। এরকম এক আবহে বুধবারই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ছোট কনটেনমেন্ট জোনের উপরে জোর দিতে হবে, করতে হবে রাত্রিকালীন কার্ফু, পরীক্ষা বাড়াতে হবে, একইসঙ্গে কোভিড টিকা দেওয়ার সংখ্য়াও বাড়াতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী অবশ্য ফের লকডাউনের কথা বলেননি।
Be the first to comment