শঙ্খধ্বনি, উলুধ্বনিতে অভ্যর্থনা – খেজুরের চাটাইয়ে ভাত-ডাল-করলা ভাজা; সঙ্গ দিলেন দিলীপ মুকুল

Spread the love

আজ বাঁকুড়া রবীন্দ্রভবনে প্রথম দফার দলীয় বৈঠক সারলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। চতুরডিহি গ্রামে বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন তিনি। অমিত শাহ পৌঁছতেই শঙ্খধ্বনি, উলুধ্বনিতে অভ্যর্থনা জানানো হয় তাঁকে।

তারপর বাড়ির দাওয়ায় খেজুর চাটাইয়ের আসনে বসে ভাত, রুটি, ডাল, করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা ও বাঁকুড়ার ঐতিহ্যবাহী মেচা সন্দেশ সহযোগে মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ। তাঁর সঙ্গে বসেই তাঁকে সঙ্গ দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মন্ত্রী দেবশ্রী চৌধুরী, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় প্রমুখ। নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ব্যবস্থাপনার তদারকি করেন সৌমিত্র খাঁ।

এদিন একদিকে ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্য, অপরদিকে বীরসা মুন্ডার প্রতিকৃতি মঞ্চে চূড়ান্ত পর্যায়ের সজ্জা ৷ আর তারই মাঝে করজোড়ে প্রবেশ করতে দেখা গেল অমিত শাহকে ৷ সঙ্গে দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, মুকুল রায় ৷

তারপর অমিত শাহকে বীরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদানের কর্মসূচির জন্য মঞ্চে উঠতে দেখা গেল ৷ আর চারিদিক ভারত মাতা কি জয়ধ্বনি প্রতিধ্বনিত হতে শোনা গেল ৷ বীরসা মুন্ডার প্রতিকৃতির মঞ্চের সামনে জড়ো হয় অগনিত বিজেপি কর্মী সমর্থক ৷ আর অমিত শাহ হাসিমুখে ইঙ্গিত দিলেন, আসন্ন বিধানসভায় বাংলায় পদ্ম ফুটবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*