একই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘চ্যালেঞ্জ’-এর জবাব দিলেন অমিত শাহ। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। কলকাতায় একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম গোষ্ঠীর আলোচনাচক্রে। অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের দিন, বৃহস্পতিবার দুপুরে ওই আলোচনাচক্রে নন্দীগ্রাম থেকে অমিতকে তাঁর বিরুদ্ধে লড়ার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় সেই আলোচনাচক্রে যোগ দেন অমিত শাহ। মমতার ‘চ্যালেঞ্জ’-এর বিষয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন বাঙালিই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। গুজরাতিরা বাংলার ভোটে লড়বেন না। লড়বেন বাঙালিরাই।
সেই সঙ্গে তাঁর মন্তব্য, আমি নির্বাচিত জনপ্রতিনিধি। আমার ভোটে লড়ার প্রয়োজন নেই।
পাশাপাশি ওই আলোচনাসভায় অমিত শাহকে প্রশ্ন করা হয়, নন্দীগ্রাম বিধানসভার ভোটে কী কৌশল নেবে বিজেপি, মমতাকে হারানোই কি বিজেপির একমাত্র উদ্দেশ্য হবে? জবাবে অমিত বলেন, কোনও ব্যক্তি নয়। আমাদের লড়াই তৃণমূলের বিরুদ্ধে। আমরা তৃণমূলের সব প্রার্থীকেই হারাতে চাই।
এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন জয় শ্রীরাম স্লোগানে বিরক্ত হন, তা আমি জানি না। তবে সেই সঙ্গেই তাঁর প্রশ্ন, শুধুমাত্র উন্নয়ন বা অন্য বিষয় নিয়েই তো ভোটে লড়াই হয় না। কেন আমরা সাংস্কৃতিক বা ধর্মীয় বিষয়গুলি আলোচনার বাইরে রাখব? তাঁর কথায়, জয় শ্রীরাম সং সংস্কৃতির অন্তর্গত বিষয়। একে ভোটের থেকে পৃথক রাখা যায় না। তবে নির্বাচনী প্রচারে ধর্ম বা সংস্কৃতি সংক্রান্ত সমস্ত বিষয়কে বিজেপি হাতিয়ার করবে না বলেও জানিয়েছেন অমিত শাহ।
Be the first to comment