পুজোর মরসুমেই সাফল্য দিয়েছে রাস্তার রাজনীতি। ভোটবাজারে দলের অন্দর গোছাতে তিনি আসবেন এমনটাই কথা ছিল। কথা ছিল উত্তরবঙ্গে বুথকর্মীদের চাঙ্গা করবেন ভোকাল টনিকে। কিন্তু বিধি বাম, শেষমেষ শাহ-র বাংলা সফর এবার স্থগিতই থাকছে। তাঁর জায়গায় আগামী ১৭ অক্টোবর বাংলায় আসছেন বিজেপি প্রেসিডেন্ট জে পি নাড্ডা।
সূত্রের খবর, পুজো মিটলে বাংলায় আসতে পারেন অমিত শাহ। কিন্তু পরিকল্পনা বদলাবে। আগের ব্লু প্রিন্টে অগ্রাধিকার পেয়েছিল উত্তর। কিন্তু পুজোর পরে এলে দক্ষিণবঙ্গকেই পাখির চোখ করবেন শাহ। কথা বলবেন সেখানকার নেতাদের সঙ্গে।
পুজোর বাদ্যি বেজে গিয়েছে। পাশাপাশি বেজে গিয়েছে ভোটের দামামাও। পুজোর মরসুমকে ‘আউটডোর’ প্রচারের সুবর্ণ সুযোগ হিসেবে ধরতে চাইছে সব পক্ষই। নবান্ন চলো-র পরেই এবার তাই শাহকে রাজ্যে এনে আরও বড় পদক্ষেপ করতে চাইছিল রাজ্য বিজেপি। রাজ্য নেতৃত্বের তরফে নরেন্দ্র মোদিকেও অনুরোধ করা হচ্ছে বোধনে জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য। স্থির হয়েছ, কলকাতায় একটি দুর্গাপূজারও আয়োজন করবে বিজেপি। সেখান থেকেই বোধনে নরেন্দ্র মোদির বক্তব্য লাইভ স্ট্রিমিং করানো হবে।
এদিন দলের এক পুরনো নেতা বলেন, “পরিস্থিতির কারণেই অমিত শাহ আসতে পারছেন না। দলের নেতৃত্বদের সঙ্গে কথা বলবেন জেপি নাড্ডা। কথা হবে আসন্ন ভোটের প্রচার বিষয়ে। আমাদের লক্ষ্য এবার তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো।”
ইতিমধ্যেই স্থির হয়েছে এবার আর এনআরসি-ক্যা নয়, বরং তৃণমূলকে বিঁধতে হবে দুর্নীতি অস্ত্রেই।
Be the first to comment