ভিডিও সৌজন্যে- (বিজেপি ওয়েস্ট বেঙ্গল)
আগে কার্যকর হবে নাগরিকত্ব সংশোধনী বিল। তারপর চালু হবে এনআরসি। সোমবার কলকাতায় এসে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন অমিত শাহ। লোকসভার লড়াইয়ে এ রাজ্যে অনুপ্রবেশই মূল অস্ত্র বিজেপির। দ্বিতীয়বার ক্ষমতায় এলে অসমের মতোই, দেশ জুড়ে এনআরসি চালু করার হুঙ্কার বিজেপি নেতাদের। কিন্তু, সরাসরি এই ঘোষণায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী লোকসভা আসনগুলিতে জোরাল ধাক্কা খেতে পারে গেরুয়াশিবিরের ভোট। তা আঁচ করেই এবার কৌশল বদল করলো বিজেপি। এমনটাই মত রাজনৈতিক মহলের।
আগামী মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার নির্বাচন ৷ বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জাঙ্গিপুর এবং মুর্শিদাবাদ-সহ পাঁচটি আসনে নির্বাচন ৷ সেই নির্বাচনের প্রচার শেষ হয়েছে গত রবিবারই ৷ তবে, এখনও দক্ষিণবঙ্গের ৩২টি আসনে নির্বাচন বাকি রয়েছে রাজ্যে ৷ সেই আসনগুলিতেই নিজেদের জয় নিশ্চিত করতেই নির্বাচনী প্রচার রাজ্যে এসেছেন অমিত শাহ ৷
দেখুন ভিডিও-
Be the first to comment