চতুর্থ দফার ভোটের মুখে বাংলায় ফের ভোটপ্রচারে এসে জয়ের ব্যাপারে আবারও আত্মবিশ্বাসের সুর শোনা গেল অমিত শাহের গলায়। বুধবার হাওড়ার ডোমজুড়ে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোটপ্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘বিপুল ব্যবধানে জিতবেন রাজীব।’
শাহ এদিন আরও বলেন, ‘ আমি মাত্র একটা গ্রাম পঞ্চায়েতে ঘুরে দেখলাম। সেখানে মানুষের যা উৎসাহ দেখলাম, তাতে আমি নিশ্চিত, বিপুল ব্যবধানে রাজীব জিতবেন। দুশোরও বেশি আসনে জিতে বাংলায় সরকার গড়বে বিজেপি।’ এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অমিত শাহ বলেন, ‘তাঁর মন্তব্য ও আচরণেই হতাশা স্পষ্ট বোঝা যাচ্ছে।’
এদিন ডোমজুড় এলাকায় বিজেপি সমর্থক রিকশাওয়ালার বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন শাহ। শাহের পাশে বসেই মধ্যাহ্নভোজ সারেন রাজীবও।
উল্লেখ্য, ডোমজুড়ে এবার ভোটে লড়াই রাজীবের কাছে চ্যালেঞ্জ। এই এলাকারই বিধায়ক ছিলেন তিনি। একুশের নির্বাচনের মুখে তৃণমূবের প্রতি অসন্তোষ জানিয়ে বিজেপিতে যোগ দেন রাজীব। দিল্লি গিয়ে অমিত শাহের বাসভবনে পদ্ম পতাকা হাতে তুলে নেন রাজীব।
Be the first to comment