দিদিকে হারিয়ে বাংলায় ২ মে আচ্ছে দিনঃ অমিত শাহ

Spread the love

বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পর শুক্রবার উত্তরবঙ্গের কোচবিহারে দাঁড়িয়ে শাহ দাবি করলেন, ‘প্রথম দুই দফার ভোটেই আমরা বাংলায় ৬০ আসনের মধ্যে ৫০ আসন পেয়ে গিয়েছি। বাংলায় আসল পরিবর্তন আসছেই। দিদির বিদায় নিশ্চিত।’

এমনকী বৃহস্পতিবার নরেন্দ্র মোদীর পর শুক্রবার অমিত শাহও দাবি করেছেন, ‘এটা স্পষ্ট হয়ে গিয়েছে, নন্দীগ্রামে দিদি হারছে। চিন্তা করবেন না, ২ মে দিদি যাচ্ছে, উত্তরবঙ্গের আচ্ছে দিন আসছে।’ বস্তুত গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে বিপুল সাফল্য পেয়েছিল বিজেপি। ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছিল শাসক দল তৃণমূল। এবার নবান্ন দখলের যুদ্ধেও উত্তরবঙ্গে একই সাফল্য ধরে রাখতে বদ্ধপরিকর গেরুয়া শিবির। তাই অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতাদের উত্তরবঙ্গের প্রতি আলাদা নজর রয়েছে।

শীতলকুচির সভা থেকে অমিত শাহ অভিযোগ করেন, ‘মোদীজি এখানে রাস্তা বানানোর জন্য ২২ কোটি টাকা দিয়েছেন। কিন্তু রাস্তা হয়েছে কি? হয়নি। দিদি চাননি রাস্তা হোক। কলকাতা থেকে ৭০০ কিলোমিটার দূরে উত্তরবঙ্গ। কিন্তু দিদির হৃদয়ে এর দূরত্ব ৭ হাজার কিলোমিটার।’

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে দাঁড়িয়েও সেই মেরুকরণের রাজনীতিকেই হাতিয়ার করেছেন শাহ। ফের তুলে এনেছেন অনুপ্রবেশকারী প্রসঙ্গ। তাঁর কথায়, ‘অনুপ্রবেশকারী নিয়ে দুশ্চিন্তায় আছেন তো আপনারা? কিন্তু মনে রাখবেন, দিদি এ রাজ্যে ক্ষমতায় থাকলে অনুপ্রবেশকারী নিয়ে সমস্যা মিটবে না। কিন্তু বিজেপি সরকার এলে এগুলো সব বন্ধ করে দেব।’

অমিত শাহের প্রতিশ্রুতি, ‘বিজেপি ক্ষমতায় এলেই কোচবিহারে AIIMS বানানো হবে। গর্বের রাসমেলাকে ৫০০ কোটি টাকা খরচ করে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া হবে। আমাদের সকলের প্রিয় ঠাকুর পঞ্চানন বর্মনের একটা বড় স্মারক বানানো হবে। তার জন্য খরচ করা হবে ২৫০ কোটি টাকা।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*