বিজেপি সভাপতি অমিত শাহ বুথস্তরের কর্মীদের জানিয়ে দিয়েছেন, আর শিবসেনার সঙ্গে নয়। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে একাই লড়বে তাঁর দল। তার কয়েক ঘণ্টার মধ্যেই এরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপির তিরিশ বছরের পুরানো শরিক শিবসেনা। তাদের মুখপত্র সামনায় উদ্ধব ঠাকরের বয়ানে লেখা হয়েছে, সাধারণ মানুষের স্বপ্নের জন্য আমি লড়ছি, মোদির স্বপ্নের জন্য নয়। আমাদের একজন বন্ধু নেই, জনগণের মধ্যে অনেক বন্ধু আছে। আমাদের কাঁধে বন্দুক রেখে কাউকে আমি গুলি চালাতে দেব না।
লোকসভায় অনাস্থা বিতর্কে এনডিএ-কে ভোট না দেওয়ার পরই দুই শরিকের বিবাদ চরমে। বিজেপি নিশ্চিত ছিল, শিবসেনা তাদের ভোট দেবে। মুখপত্রকে লেখা হয়, শাসকদল কষাই যারা পশুদের বাঁচায়, কিন্তু মানুষকে খুন করে। তারউপর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে প্রশংসা করে বিজেপির অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে শিবসেনা। অমিত শাহ ত্রিমুখী, এমনকী, চতুর্মুখী লড়াইয়ের জন্য তৈরি হতে বলেছেন বিজেপি কর্মীদের।
Be the first to comment