‘বাংলার জন্য আর্শীবাদ চেয়েছি’, দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের পর জানালেন শুভেন্দু

Spread the love

বিজেপির রাজ্য নেতাদের নিয়ে যখন কলকাতায় বৈঠক করলেন দিলীপ ঘোষ, তখন দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠকের পর টুইট করলেন, ‘মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলাম। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলার জন্য় আর্শীবাদ চেয়েছি’। টুইট করা হয়েছে অমিত শাহের অফিসের তরফেও । এদিন বৈঠকের পর শুভেন্দু জানান, রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, “ভারতীয় জনতা পার্টির পরিষদীয় নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা হওয়ার পর এটা আমার দিল্লিতে প্রথমবার আসা। কোভিড তো আছেই। সঙ্গে আমার এলাকা-সহ উপকূলবর্তী এলাকায় সাইক্লোনের পর মানুষের কাছে থাকার জন্য দিল্লিতে আসতে পারিনি। বৈঠকের ভিতরের কথা তো সকলের সামনে বলার নয়। তবে, কী ভাবে বিরোধী দলনেতা হিসাবে কাজ করব, তার মার্গ দর্শন ওনারা দিলেন।”

ভোট পরবর্তী হিংসা নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয় বলে জানান শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক বলেন, “ওনারা সব খবরই জানেন। তাঁরা সবটাই নজরে রেখেছেন।” বিকেল ৫টায় জেপি নাড্ডার সঙ্গেও বৈঠক হবে। সেখানেও বেশ কিছু কথা জানানোর আছে, বলেন শুভেন্দু। কেন্দ্রীয় নেতাদের দেখানো পথেই তিনি চলবেন, দিল্লিতে দাঁড়িয়ে সে কথাও ঘোষণা করেন।

বিজেপি হাইকমান্ডের জরুরি তলব, সোমবার রাতেই দিল্লি পৌঁছন শুভেন্দু অধিকারী। গেরুয়াশিবির সূত্রে খবর ছিল, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা শুভেন্দুর। কিন্তু সঙ্গে দিলীপ ঘোষ নেই কেন? তা জল্পনা তুঙ্গে। বস্তুত, ঠিক কী কারণে বিরোধী দলনেতা দিল্লিতে তলব, তা নিয়ে বিজেপি রাজ্য নেতারা অন্ধকারে বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*