২৪ ঘণ্টায় পরপর দু’বার অমিত শাহের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর

Spread the love

এক দিকে রাজ্যে হিংসা পরিস্থিতি নিয়ে বারবার সরব হচ্ছে বঙ্গ বিজেপি। এরই মধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের বিতর্কিত মন্তব্য নতুন জল্পনা তৈরি করেছে বাংলার রাজনীতিতে। এই অবস্থায় দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরপর বৈঠক সারছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবারের পর বুধবার ফের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চলেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

সূত্রের খবর, আজ, বুধবার ফের অমিত শাহের সঙ্গে বৈঠকে বসবেন শুভেন্দু। এ দিন বিকেল ৪টেয় রয়েছে সেই বৈঠক। পরপর দু’দিন এ ভাবে শুভেন্দুর সঙ্গে শাহের বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এ দিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় ৪০ মিনিটের বৈঠক সেরেছেন তিনি। সূত্রের খবর, বিধানসভায় বিজেপির স্ট্র্যাটেজি কোন দিকে এগোবে, তা নিয়ে আলোচনা হয়েছে মোদীর সঙ্গে। তবে অমিত শাহের সঙ্গে কী নিয়ে আলোচনা হবে, তা এখনও স্পষ্ট নয়।

মঙ্গলবারই এক বিস্ফোরক মন্তব্য করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘সমালোচনা তো অনেক হল। মানুষের বিপুল সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালভাবে নেবে না।”

স্বাভাবিকভাবেই এই মন্তব্যে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। এরপরই সৌমিত্র খাঁ, অর্জুন সিং, নিশীথ প্রামাণিককে তলব করা হয়েছে দিল্লিতে। এই তিন সাংসদকে কেন তলব করা হয়েছে, তা স্পষ্ট নয়। তিন সাংসদও এ ব্যাপারে স্বচ্ছ ধারণার অধিকারী নন। তাই বঙ্গ বিজেপির সাংগঠনিক বিষয় নিয়ে অমিত শাহ-শুভেন্দু বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*