রবিবার ছিল বিহার ৷ আর মঙ্গলবার পশ্চিমবঙ্গের মানুষের জন্য ভার্চুয়াল জনসভার মাধ্যমে বা অনলাইনে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রাজ্যে ৯ বছর ক্ষমতায় রয়েছে তৃণমূল সরকার ৷ গত ৯ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ৯টি ব্যর্থতাকে এই অনলাইন ভাষণে তুলে ধরার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ৷ কোন কোন ইস্যুকে হাতিয়ার করে রাজ্য সরকারকে আক্রমণ করবেন অমিত শাহ, বিজেপির রাজ্য নেতৃত্বই সেই তালিকা চূড়ান্ত করেছে ৷
তবে শুধু রাজ্য সরকারের ব্যর্থতাই নয়, পাশাপাশি দ্বিতীয় নরেন্দ্র মোদি সরকারের সাফল্যের দিকগুলিও পশ্চিমবঙ্গের মানুষের জন্য তুলে ধরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, রাজ্যের ৮৮ হাজার বুথের মধ্যে অন্তত ৬৫ হাজার বুথে অমিত শাহের ভার্চুয়াল জনসভার অনলাইন স্ট্রিমিং করা হবে ৷ একটি মোবাইল ফোনের মাধ্যমে প্রতিটি বুথে অন্তত দশজনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শোনানোর চেষ্টা করছে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷
পাশাপাশি যত বেশি সম্ভব সাধারণ মানুষকেও অনলাইনে অমিত শাহের বক্তব্য শোনানোর চেষ্টা করছেন বিজেপির নেতা কর্মীরা ৷ আমফান পরবর্তী সময়ে রাজ্যের একটি বড় অংশে এখনও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হয়নি৷ সেই এলাকাগুলিতে মানুষকে ভিডিও দেখানো সম্ভব না হলেও যাতে অমিত শাহের ভাষণ শোনানো যায়, সেই চেষ্টা করা হচ্ছে ৷ রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি, অন্তত এক কোটি মানুষকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শোনানোর চেষ্টা করা হচ্ছে ৷
বর্তমান পরিস্থিতিতে জনসমাগমে নিষেধাজ্ঞা থাকায় দেশ জুড়েই ভার্চুয়াল জনসভার উপরে জোর দিয়েছে বিজেপি নেতৃত্ব ৷ সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে দ্বিতীয় নরেন্দ্র মোদি সরকারের সাফল্যকে তুলে ধরছেন প্রথম সারির কেন্দ্রীয় মন্ত্রীরা ৷
Be the first to comment