দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন অমিতাভ বচ্চন

Spread the love

দাদাসাহেব ফালকে পেলেন অমিতাভ বচ্চন। রবিবার রাষ্ট্রপতি ভবনে তাঁর হাতে এই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ৫০ তম দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত করা হল অমিতাভ বচ্চনকে। চলচ্চিত্র দুনিয়ায় অবদানের জন্য ভারত সরকারের তরফে তাঁর হাতে আজ এই সম্মান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ছিলেন জয়া বচ্চন ও অভিষেক বচ্চন।

অমিতাভ বচ্চনকে এই সম্মানে সম্মানিত করার কথা ২৪ সেপ্টেম্বর টুইটে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি লেখেন, দুই প্রজন্ম ধরে অমিতাভ বচ্চন আমাদের আনন্দ দিয়েছেন ও অনুপ্ররণা জুগিয়ে গেছেন। তাই তাঁকে দাদাসাহেব ফালকে সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৩ ডিসেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে ৬৬ তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অমিতাভের হাতে এই সম্মান তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু, জ্বর হওয়ায় ওই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না বলে টুইট করে জানিয়ে দেন তিনি। তারপরই ২৯ ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে তাঁকে এই সম্মানে সম্মানিত করা হবে বলে ঘোষণা করা হয়। সেই মতোই আজ বিকেলে সিনেমা জগতের সর্বোচ্চ সম্মান তাঁর হাতে তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হওয়ার পর মঞ্চে বক্তব্য রাখার সময় অমিতাভ বলেন, যখন এই সম্মান ঘোষণা হয় তখন আমার মনে একটা সন্দেহ জেগেছিল। এর মাধ্যমে এই ইঙ্গিত দেওয়া হল না তো যে আপনি অনেক কাজ করে নিয়েছেন, এবার ঘরে বসে বিশ্রাম করুন । কারণ এখনও কিছু কাজ বাকি আছে যেটা আমাকে পূরণ করতে হবে।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*