দেশিকোত্তম সম্মান পাচ্ছেন অমিতাভ বচ্চন

Spread the love

বিশেষ সংবাদদাতা –
নতুন পালক বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের মুকুটে৷ এ পালক সর্বোচ্চ সম্মানের৷ এ পালক পরম প্রাপ্তির৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নাগরিক সম্মান দেশিকোত্তম৷ বিশ্বভারতীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সর্বোচ্চ সম্মাননা ‘দেশিকোত্তম’ দেওয়া হচ্ছে অমিতাভ বচ্চনকে৷
সোমবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন৷ দেশিকোত্তম সম্মানের জন্যে মোট ৭টি নাম বাছা হয়েছে৷ সেই তালিকায় অমিতাভ বচ্চন ছাড়াও রয়েছেন গীতিকার ও কবি গুলজার, চিত্রশিল্পী যোগেন চৌধুরি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। মে মাসের শেষে এবার বিশ্বভারতীর সমাবর্তন হওয়ার কথা। ওই অনুষ্ঠানে থাকার কথা রয়েছে আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিশ্বভারতী আপাতত তাঁর কাছেই তালিকা পাঠিয়েছে। ওই সাতজনকেই এই সম্মান দেওয়া হবে কিনা তার চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।
সমাজের উজ্জ্বল ব্যক্তিত্বদের বিশ্বভারতী তার সর্বোচ্চ সম্মান দেশিকোত্তম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে অবন-গগন পুরস্কার প্রাপকের দিকেও। মে মাসের তৃতীয় সপ্তাহে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৮ সালের ডিসেম্বর মাসে আচার্য হিসাবে তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দিয়েছিলেন৷ ২০১৩ সালের জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হিসাবে সমাবর্তনে যোগ দেন। ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বভারতী আসার ব্যাপারে সম্মতি জানালেও প্রায় শেষ মুহূর্তে সেই সফর বাতিল হয়ে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*