করোনায় আক্রান্ত হলেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। কোভিড ১৯ পজিটিভ হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে। অমিতাভ নিজেই ট্যুইটারে করোনা আক্রান্ত হওয়ার কথা শেয়ার করেছেন। লিখেছেন, ‘আমি করোনা আক্রান্ত হয়েছি। হাসপাতালে ভর্তি হয়েছি। হাসপাতাল থেকে জানানো হয়েছে পরিবারের সবাইকে করোনা পরীক্ষা করাতে হবে। ওরা করেছে। তবে এখনও ফল পায়নি।…’
শনিবার রাতে মুম্বইয়ের ভিলে পার্লের নানাবতী হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। করোনা আক্রান্ত জানার পরই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। জুহুতে অমিতাভের বাড়ি থেকে সবচেয়ে কাছেই এই নানাবতী হাসপাতাল। সেখানেই ভর্তি করা হয়েছে ৭৭ বছরের অভিনেতাকে।
করোনাভাইরাসের লকডাউনের এই গোটা সময় বাড়িতেই রয়েছেন অমিতাভ। ঘরে বসেই একটি ভিডিয়ো শ্যুটে কাজ করেছিলেন। তবে এমনিতে তাঁর শ্যুটিংয়ের কাজ চলছিল অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে। এখানে তাঁর সঙ্গে ছবিতে কাজ করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ইতোমধ্যে অমিতাভের কওন বনেগা ক্রোড়পতির অডিশনও শুরু হয়ে গিয়েছিল। তবে করোনা বিধি অনুযায়ী সরকারী নিয়মে তাঁকে শ্যুটিংয়ে নিষেধ করা হয়েছে।
২০১৮ সাল থেকে বেশ কয়েকবারই পর পর তাঁকে হাসপাতালে ভরতি হতে হয়েছে। রুটিং চেকআপের পাশাপাশি মাঝে গ্যাস্ট্রোইনটেস্টিনাল সমস্যায় ভুগছিলেন বিগ-বি।
Be the first to comment