৫৪ তম জ্ঞানপীঠ সম্মান পেলেন অমিতাভ ঘোষ

Spread the love

ইংরেজি লেখক অমিতাভ ঘোষ ৫৪ তম জ্ঞানপীঠ পুরষ্কার পেলেন। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তাঁকে এই সম্মান প্রদান করে ভারতীয় জ্ঞানপীঠ। 

সাহিত্যের এই সেরা সম্মানের আগে, ২০০৯ সালে সাহিত্য আকাদেমি পেয়েছেন তিনি। আর তার দু’‌বছর আগে ২০০৭ সালে হয়েছেন পদ্মশ্রী। ১৯৫৬ সালের ১১ জুলাই অমিতাভের জন্ম কলকাতায়। । এখন থাকেন নিউ ইয়র্কে। স্কুল শিক্ষা হয়েছে দুন স্কুল, দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ, দিল্লি স্কুল অফ ইকনমিক্স উচ্চশিক্ষা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। সেখানকার সেন্ট এডমান্ড হল থেকে নৃতত্ত্বে ডি ফিল করেন। প্রথম উপন্যাস ‘‌দ্য সার্কেল অফ রিসন’‌ প্রকাশ হয় ১৯৮৬-‌তে।

তারপর ‘‌দ্য শ্যাডো লাইন্স’‌ (‌১৯৮৯)‌, ‘‌দ্য ক্যালকাটা ক্রোমোজোমস্‌’‌ (‌১৯৯৫)‌, কমনওয়েলথ রাইটার্স প্রাইজ)প্রাপ্ত ‌দ্য গ্লাস প্যালেস’‌ (‌২০০০)‌, ‘‌দ্য হাংরি টাইড’‌ (‌২০০৪)‌,‘‌দ্য সি অফ পপিজ’‌ (‌২০০৮)–‌র মতো‌ জনপ্রিয় উপন্যাস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*